অবৈধভাবে দন্ত চিকিৎসা দিয়ে আসছে দক্ষিণ কেরানীগঞ্জের ফেমাস ডেন্টাল কেয়ার এর চিকিৎসক এস সি মিত্র (শান্ত)
(মোঃ সোহেল হাওলাদার নিজস্ব প্রতিনিধি )
রাজধানী ঢাকা সহ সারা দেশে যেখানে সেখানে গড়ে উঠেছে দন্ত চিকিৎসক। ছোট বড় কাঁচের সুসজ্জিত ডেন্টাল কেয়ার অথবা ডেন্টাল ক্লিনিক নামের এসব দন্ত চিকিৎসালয়ের চিকিৎসকগণ বেশিরভাগই আনাড়ি। বেশিরভাগ চিকিৎসকের নেই কোন বৈধ সনদ।
আকর্ষণীয় ব্যানার ও সাইনবোর্ড ঝুলিয়ে ডেন্টাল ক্লিনিক খুলে বসেছেন অনেকেই। দাঁতের চিকিৎসক সেজে অপচিকিৎসা চালিয়ে যাচ্ছেন এসব তথাকথিত দন্ত চিকিৎসক। বিডিএস চিকিৎসক ও দক্ষ টেকনিশিয়ান না হয়েও তারা দাঁত তোলা থেকে শুরু করে অস্ত্রোপচার সবই করছেন। এর মধ্যে অনেকেই তিন বা ছয় মাসের প্রশিক্ষণ নিয়ে নিজের নামের আগে ‘ডেন্টিস্ট’ শব্দটি যোগ করে চিকিৎসা দিচ্ছেন। অন্যরা ভুয়া পদ-পদবি ও অভিজ্ঞতার তথ্য ব্যবহার করে রোগীদের সঙ্গে প্রতারণা করে সেবার নামে ব্যবসা করে যাচ্ছেন।
এরকম একজন ভুয়া দন্ত চিকিৎসকের অনুসন্ধান করে দেখা যায় । রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া জিয়া নগর বেবি স্ট্যান্ড সংলগ্ন ফেমাস ডেন্টাল কেয়ার নামক একটি দন্ত চিকিতসালয় পরিচালনা করছেন ডেন্টিস এস সি মিত্র নামের একজন তথাকথিত দন্ত চিকিৎসক। খবর পেয়ে তার অনুসন্ধানে গেলে তিনি সাংবাদিকদের কিছু কাগজপত্র দেন। পরবর্তীতে কাগজপত্র গুলো যাচাই বাছাই করে দেখা যায় এসব কাগজপত্রের কোন ভিত্তি নেই।
তিনি সাংবাদিকদের কোন বৈধ সনদপত্র দেখাতে পারেননি। ডেন্টাল ক্লিনিক পরিচালনা করতে হলে বিডিএস চিকিৎসক ও প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান নিয়োগ, প্রয়োজনীয় রি-এজেন্ট, সিভিল সার্জন কার্যালয় ও স্বাস্থ্য বিভাগের বৈধ অনুমতিপত্র এবং এক হাজার টাকার ট্রেজারি চালান জমা আবশ্যক। অথচ এই এস সি মিত্র কোন রকম বৈধ কাগজপত্র ছাড়াই দিব্যি তার ফেমাস ডেন্টাল কেয়ার নামের দন্ত চিকিৎসালয়ে চিকিৎসা দিয়ে আসছেন। এ ব্যাপারে তার কাছে জানতে চাইলে তিনি সবকিছুর সত্যতা স্বীকার করে বলেন “আমার মতো অনেকেই এ ধরনের দন্ত চিকিৎসা দিয়ে আসছেন এতে দোষের কিছু নেই”