অসাংবাদিক সুলভ আচরণে যখন একজন বিএনপিপন্থী ডিইউজে নেতা-রাশেদুল

অসাংবাদিক সুলভ আচরণে যখন একজন বিএনপিপন্থী ডিইউজে নেতা-রাশেদুল

অসাংবাদিক সুলভ আচরণে যখন একজন বিএনপিপন্থী ডিইউজে নেতা-রাশেদুল

বিশেষ প্রতিনিধি:
ফ্যাসিবাদী শেখ হাসিনার সরকার পতন আগস্ট ৫ ২০২৪ পরবর্তী সময়ে যখন রাষ্ট্রের নাগরিকেরা স্বস্তির নিঃশ্বাস ফেলছে ঠিক তখন নাম সর্বস্ব বিএনপিপন্থী ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র নেতা রাশেদুল হক গৌতম কুমার এডবর নামে দৈনিক স্বদেশ বিচিত্রায় একজন সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত তার ওপর বিগত এপ্রিল ১২, রোজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) তে এফবিসিসিআই আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সংবাদ সম্মেলন কাভারেজ করার সময় বিশেষত সংবাদের ক্যামেরা লাইভ চলাকালে ক্যামেরার সামনে থাকার সময়ে গৌতম বলেন, ভাই আপনি ক্যামেরার সামনে কেন? লাইভ চলছে অতি দ্রুত চলে যান…..। কিন্তু রাশেদুল হক সেই সময় গৌতমসহ সংবাদ সম্মেলন কাভারেজে থাকা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনি কে? লাইভ চলছে তো কি হয়েছে? বলে একেবারে উত্তেজিত হয়ে সংবাদ সম্মেলন স্থলে সবার সামনে গৌতমকে চর-থাপ্পর, কিল-ঘুষিসহ ব্যাপকভাবে লাঞ্ছিত করতে থাকে….।

অতএব, সংবাদ সম্মেলনে সরাসরি লাইভ চলাকালে কোন পেশাদার সাংবাদিক কিংবা সাংবাদিক নেতার এ ধরণের আচরণ করার কথা নয়। যা সম্পূর্ণরূপে অসাংবাদিক সুলভ ও অনঅভিপ্রেত। ঘটনার পরপরই ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কর্তৃপক্ষ ডিআরইউ/০৩৭০/২০২৫(০৪) স্মারকে, গত এপ্রিল ১৪ ২০২৫, রোজ সোমবার রাশেদুল হক ও তার সহযোগী গাজী আবু বকরের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাদের সদস্যপদ সাময়িক স্থগিত করেন এবং শৃঙ্খলা কমিটিতে প্রেরণের সিদ্ধান্ত নেন। তবে অসাংবাদিক রাশেদুল হকের সদস্য পদ সাময়িক স্থগিত হলেও সে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিপন্থী সাংবাদিকদের ইউনিয়ন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র নেতা হওয়ায় গৌতমকে নানা ধরণের হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে। যদিও এ ব্যাপারে বিএনপিপন্থী ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতা রাশেদুল হকের বিরুদ্ধে সংশ্লিষ্ট ইউনিয়ন কর্তৃপক্ষ কোন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।

এমতাবস্থায়, আমাদের দাবি রাশেদুল ও তার সহযোগীরা যেন আর অসাংবাদিক সুলভ আচরণ করতে না পারে, সেদিকে বিশেষভাবে দৃষ্টিদানপূর্বক বিএনপিপন্থী ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যেন অতি দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়।

More News...

প্রকাশ্য ধূমপান অবৈধ শিশাবার ও মদের বার বন্ধে ঢাকায় মটর শোভাযাত্রা

ঢাকায় সুন্নি ছাত্র-জনতার সমাবেশে লাখো মানুষের ঢল : ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন ঘোষণার দাবি