আওয়ামী লীগের সাবেক ছাএলীগের সহ-সভাপতি কামরুজ্জামান সবুজের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ
নিজ্বস প্রতিবেদক:
আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কামরুজ্জামান সবুজ এর বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে।স্বৈরাচার শেখ হাসিনা থাকা কালিন কামরুজ্জামান সবুজ দোহার-নবাবগঞ্জে দূর্নীতি করে আসছিলেন।কামরুজ্জামান সবুজ নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের ৩নং ওর্য়াডের আগলা কালুহাটি গ্রামের রহিম বক্স এর ছোট ছেলে। তিনি দোহার-নবাবগঞ্জে বিভিন্ন জায়গায় রাস্তার কন্ট্রাক নিয়ে রাস্তার কাজ করতেন ,সেই কাজ সঠিকভাবে করতেন না,সেই সাথে অবৈধ কৃষি মাটি জমি কাটার সাথে সম্পৃক্ত ছিলেন দীর্ঘ বছর,দোহার-নবাবগঞ্জ এমন অসংখ্য ফসলি জমি রাতের আধারে তিনি কেটেছেন,সেই মাটি আবার ইট ভাটায় বিক্রি
করতেন,কেউ বাঁধা দিতে আসলে তাদেরকে হুমকি ও প্রান নাশের হুমকি দিতেন,সেই সাথে তার বড় ভাই জাতীয় পার্টির নেতা হূমায়ন কবিরের ভয় দেখাতেন, তাতে না হলে পরবর্তীতে তার বড় ভাই হূমায়ন কবির সহ সন্ত্রাসী বাহিনী নিয়ে তাদের উপর হামলা করতেন।নাম প্রকাশে না ইচ্ছুক, তার এমন অত্যাচার,জনদূরভোগ ও প্রাননাশের ভয়ে কেউ মুখ খোলিনি,এখন আর চুপ থাকবো না, এমন স্বৈরাচার এখনও ঘাপটি মেরে আছেন।তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি,এমন স্বৈরাচারকে যে অতিশিগ্রই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।