কুষ্টিয়া প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান মিনু বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আগের তত্ত্বাবধায়ক সরকারগুলো দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যে নির্বাচন দিয়েছে। বর্তমান সরকারকেও তাদের পথ অনুসরণ করতে হবে, অন্যথায় কোনো বিপর্যয় ঘটলে তার দায় নিতে হবে।
বুধবার বিকেলে কুষ্টিয়া শহরের নিশান মোড় একতা মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
মিনু বলেন, “আমরা চুয়াত্তরের দুর্ভিক্ষ দেখেছি, স্বৈরশাসন দেখেছি। এরপর ১৫ বছর শেখ হাসিনার সরকারের লুটপাটে দেশের অর্থনীতি বিপর্যস্ত হয়েছে। জনগণ সেই সরকারকে বিদায় দিয়েছে। কিন্তু বর্তমানে দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। চাল, তেল, ডাল, চিনি সবকিছুর দাম ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।”
তিনি আরও বলেন, “বর্তমান সরকার কিছুই নিয়ন্ত্রণ করতে পারছে না। তাই দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা উচিত।”
সমাবেশে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ। সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি, বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, দৌলতপুর উপজেলা বিএনপির আহবায়ক রেজা আহমেদ (বাচ্চু মোল্লা), কুমারখালী উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম আনসার প্রামানিকসহ তৃণমূল পর্যায়ের নেতারা।
বহু বছর পর কুষ্টিয়া জেলা বিএনপির এই সমাবেশে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।