আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী (শাহ্ এমদাদীয়া) বাকলিয়া থানা শাখার বৃক্ষ রোপণ ও ব্লাড ক্যাম্পিং সম্পন্ন 

আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী (শাহ্ এমদাদীয়া) বাকলিয়া থানা শাখার বৃক্ষ রোপণ ও ব্লাড ক্যাম্পিং সম্পন্ন 

আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী (শাহ্ এমদাদীয়া) বাকলিয়া থানা শাখার বৃক্ষ রোপণ ও ব্লাড ক্যাম্পিং সম্পন্ন 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী (শাহ্ এমদাদীয়া) বাকলিয়া থানা কার্যকরী সংসদের আয়োজনে Mizbhandari Shah Emdadia Blood Donors Group ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষরোপন কর্মসূচী গতকাল ১১ জুলাই শুক্রবার সকালে নগরের চসিক ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত হয়।

এতে অনলাইনে সংযুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী (শাহ্ এমদাদীয়া) এর সভাপতি, গাউসিয়া আহমদীয়া মঞ্জিলের সাজ্জাদানশীন, আওলাদে রাসূল ( স:) ও আওলাদে মাইজভান্ডারি হযরত শাহসূফি আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ এমদাদুল হক মাইজভান্ডারি ( ম জি আ)।

এ মহতি কর্মসূচীতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, মরহুম সেকান্দর চেয়ারম্যানের সুযোগ্য সন্তান ও বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন সমাজসেবক আলহাজ্ব এয়ার মোহাম্মদ মুন্সি, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী (শাহ্ এমদাদীয়া) চট্টগ্রাম মহানগর কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন তাহের, কোষাধক্ষ আই এইচ মোহাম্মদ মিয়া, সমাজসেবী মোহাম্মদ কাওসার, হাজী মোহাম্মদ আব্দুর রশিদ, সাবেক সভাপতি মোহাম্মদ দেলোয়ার এবং বাকলিয়া থানা কর্যকরী সংসদের কর্মকতাবৃন্দ, পূর্ব বাকলিয়া দায়রা শাখা, ব্রজোঘোনা শাখা, ডি.সি রোড শাখা, রাজাখালী শাখার সকল কর্মকতা ও সকল সদস্যবৃন্দ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে হযরত শাহসূফি মোহাম্মদ এমদাদুল হক মাইজভান্ডারি ( ম জি আ) বলেন, হযরত গাউসুল আযম মাইজভান্ডারি ( ক:) প্রবর্ত্তিত ত্বরিকা হচ্ছে বিশ্ব মানবতার কল্যাণে এবং অসাম্প্রদায়িক চেতনার প্রতিফলনে মানব মুক্তির একমাত্র পথ ও মত। এখানে মানবতার কল্যাণকে অত্যাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। মানবতার কল্যাণে নিহিত রয়েছে খোদার নৈকট্য লাভের সহজপন্হা। তাই মাইজভান্ডারি সকল ত্বরিকত পন্হীদের মানব কল্যাণে এগিয়ে আসতে হবে।

সংগঠন ব্যবস্হাপনায় এলাকায় ৫০০ টি বিভিন্ন ফলজ বনজ চারা রোপণ করা হয় এবং ৮৫ ব্যাগ বিভিন্ন গ্রুপের ব্লাড সংগ্রহ করা হয়।