বাঘাইছড়ি প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাঘাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে দিবসটি পালিত হয়েছে। বৃহস্পতিবার (৮ মার্চ) বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
মাহমুদুল হাসান সোহাগ এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার। তিনি নারীদের অধিকার, ক্ষমতায়ন এবং সমান সুযোগ সৃষ্টি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় নারীদের আরও এগিয়ে নিতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, বাঘাইছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম, বাঘাইছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কবির আহাম্মদ।
এছাড়াও, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নারী নেত্রী, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় নারীর অধিকার, সমাজে তাদের ভূমিকা এবং বর্তমান সরকারের নারী উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নারীদের ক্ষমতায়নে প্রশাসন ও সমাজের প্রতিটি স্তরের সহযোগিতা প্রয়োজন বলে বক্তারা মত প্রকাশ করেন। তারা নারীর প্রতি বৈষম্য দূর করে সমান সুযোগ সৃষ্টির আহ্বান জানান।