আশাশুনিতে আই বি ডব্লিউ এফ এর আলোচনা সভা ও ইফতার মাহফিল
আশাশুনি প্রতিনিধি।। আশাশুনিতে ব্যবসায়ী সংগঠন”আই বি ডব্লিউ এফ”এর আয়োজনে রোজার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে আশাশুনি বাজারের বিভিন্ন পেশার ব্যবসায়ীদের নিয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি এবিএম আলমগীর পিন্টুর সভাপতিত্বে ও আই বি ডব্লিউ এফ আশাশুনি বাজার কমিটির সভাপতি রুহুল আমিন মোড়লের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সভাপতি মহিউদ্দিন মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার। উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি মাওঃ আতাউর রহমান,আই বি ডাব্লিউ এফ এর উপজেলা সেক্রেটারী আবুল খায়ের,প্রচার সম্পাদক আবদুল হান্নান,ব্যবসায়ী মোবারক আলী,আই বি ডব্লিউ এফ আশাশুনি বাজার কমিটির সেক্রেটারি মেহেদী হাসান প্রমুখ। ইফতার মাহফিলে রমজানের গুরুত্ব ও তাৎপর্যের উপর বক্তাগণ বিস্তারিত আলোচনা করেন।