আশাশুনিতে খালের অবৈধ বাঁধ কেটে ফসলি জমির পানি নিস্কাশন ব্যবস্থা উন্মুক্ত করলেন গ্রামবাসী
এস,এম মোস্তাফিজুর রহমান।।সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আইতলা দাড়ার খালের বাঁধ কেটে উন্মুক্ত করলো এলাকাবাসী। বুধবার(২ মার্চ) সকালে এলাকার ৭টি গ্রামের ভুক্তভোগি মানুষ একত্রিত হয়ে খালের বাঁধ কেটে উন্মুক্ত করেছে।
স্থানীয়রা জানান,আইতলা দাড়ার খাল,বরশিষী খাল, বাজরার খাল ও ঝিলের খালে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা ক্ষমতার দাপট দেখিয়ে খালগুলো লিজ নিয়ে খালে আড়াআড়ি মাটির বাঁধ দিয়ে জলাবদ্ধতার সৃষ্টি করে মাছ চাষ করে আসছিল। ফলে এলাকার ৩০ সহস্রাধিক জমির ফসল ও মৎস্য ঘের ক্ষতিগ্রস্থ হয়ে এসেছে। কোন কোন বছর পুরো এলাকা পানিতে নিমজ্জিত হয়ে চরম সমস্যার সৃষ্টি ও সবধরনের ফসল ও মাছ ভেসে গেছে। সরকার পতনের পর আইতলা,মহাজনপুর,দাঁদপুর, মাদারবাড়িয়া, গুনাকরকাটি,বাহাদুরপুর ও কুল্যা গ্রামের হাজার হাজার মানুষ খালের ইজারা বাতিল ও পরবর্তীতে ইজারা না দেওয়ার দাবী নিয়ে সরকারি কর্মকর্তাদের কাছে আবেদন নিবেদন করে আসছিল। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় ভুক্তভোগিদেরকে আগামীতে খাল লীজ না দেওয়ার পক্ষে আশ্বাস প্রদান করেন। এলাকার হাজার হাজার মানুষ বুধবার সকাল ৮ টায় খালে উপস্থিত হয়ে মাটির বাঁধ অপসারন কাজ শুরু করেন। দুপুর ২ টা পর্যন্ত খাল গুলোর ২১ টি বাঁধ কেটে দিয়ে উন্মুক্ত করেন। ফলে ৭ টি গ্রামের ৩০ হাজার বিঘা জমির পয়ঃ নিস্কাশন ব্যবস্থা হয়ে গেল।