আশাশুনিতে বাস-ইঞ্জিন ভ্যান সংঘর্ষে ভ্যান চালক নিহত

আশাশুনিতে বাস-ইঞ্জিন ভ্যান সংঘর্ষে ভ্যান চালক নিহত

আশাশুনিতে বাস-ইঞ্জিন ভ্যান সংঘর্ষে ভ্যান চালক নিহত

এস,এম মুোস্তাফিজুর রহমান,আশাশুনি(সাতক্ষীরা)।। সাতক্ষীরার আশাশুনি উপজেলার আশাশুনি টু সাতক্ষীরা সড়কে মিনিবাস ও ইঞ্জিন ভ্যান দুর্ঘটনায় ভ্যান চালক আব্দুল কুদ্দুছ নিহত হয়েছে (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলায়হি রাজেউন)। বৃহস্পতিবার(২৭মার্চ) দুপুর ১ টার দিকে মহেশ্বরকাটি মৎস্য সেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের মৃত রমজান আলী সরদারের ছেলে আব্দুল কুদ্দুছ (৫৫) তার ইঞ্জিন ভ্যানে বিচলী নিয়ে আশাশুনির দিকে যাচ্ছিল। ঘটনাস্থল মহেশ্বরকাটি মৎস্য সেটের আগে তুলসী আঢ্যর মৎস্য ঘেরের কাছে পৌছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মিনিবাস (সাতক্ষীরা-জ-০৫-০০০৪) দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মিনিবাস-ভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ভ্যান চালক আঃ কুদ্দুছ গুরুতর আহত হয়। খবর পেয়ে আশাশুনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টীম দ্রুত ঘটনাস্থলে পৌছে আহত কুদ্দুছকে নিয়ে বুধহাটা পর্যন্ত গেলে এ্যাম্বুলেন্সে করে তাকে সাতক্ষীরা হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাস চালক গাড়ি ফেলে দ্রুত পালিয়ে যায়।

ক্যাপশান: আশাশুনির বুধহাটায় বাস-ইঞ্জিন ভ্যান সংঘর্ষে নিহত আঃ কুদ্দুস।

More News...

ছাত্রদলনেতা পারভেজকে হত্যার প্রতিবাদে নন্দীগ্রামে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

শ্রীপুরে এক নারীকে কুপিয়ে জখমের অভিযোগ