আশাশুনিতে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ আটক-১
আশাশুনি প্রতিনিধি।। আশাশুনিতে বাংলাদেশ সেনাবাহিনী গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২০পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে। আটককৃত ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে। থানা সুত্রে জানা গেছে,রবিবার বিকাল ৫ টায় আশাশুনি সেনা ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে উপজেলার আনুলিয়া ইউনিয়নের একই গ্রামের মোঃ ফজর আলী গাজীর ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪০) কে তার বাড়ির সামনের দোকান থেকে আটক করেন। এ সময় তার নিকট থেকে ২০ পিস ইয়াবা,০৮ গ্রাম গাজা,নগদ ২৬ হাজার ৪ শত৫০ টাকা,১টি এন্ড্রোয়েড ফোন ও ১টি বাটন ফোন উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটকৃত ব্যক্তি থানা হেফাজতে ছিল বিষয়টি নিশ্চিত করেছেন আশাশুনি থানার তদন্ত অফিসার মোঃ আঃ ওয়াদুূদ। #