আশাশুনিতে ৩ আসামী গ্রেফতার হলেও অন্যদের হুমকীতে বাদীপক্ষ নিরাপত্তাহীন

আশাশুনিতে ৩ আসামী গ্রেফতার হলেও অন্যদের হুমকীতে বাদীপক্ষ নিরাপত্তাহীন

আশাশুনিতে ৩ আসামী গ্রেফতার হলেও অন্যদের হুমকীতে বাদীপক্ষ নিরাপত্তাহীন

আশাশুনি(সাতক্ষীরা)সংবাদদাতা।। সাতক্ষীরার আশাশুনি উপজেলার রুইয়ারবিলে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত ও লুটপাটের ঘটনায় ৩ আসামী গ্রেফতার হলেও অন্যদের হুমকী ও দাপটে বাদীপক্ষ নিরাপত্তাহীনতায় ভুগছে। আসামীরা এমন ভাবে আস্ফালন করে বেড়াচ্ছে যে তাদের উপর খবরদারী করার যেন কেউ নেই!

উপজেলার প্রতাপনগর ইউনিয়নের রুইয়ারবিল গ্রামের মৃত ফজর আলী গাইনের ছেলে ছিদ্দীক আলী বাদী হয়ে দায়েরকৃত মামলা নং ৫(৪)২৫ সূত্র ও বাদী জানান, আসামী প্রতাপনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আঃ মান্নান গাইন, আঃ খতিব গাইনের ছেলে মোফাজ্জেল, সাইদুল, খোকন, নাজিম গাইনের ছেলে হাসান, আঃ মান্নান গাইনের ছেলে আঃ সালাম, মেজবাহ, শাহিন, শাহাবুদ্দিন, মৃত আঃ সামাদ গাইনের ছেলে সাহেব আলী, আঃ মালেক, ইসলাম গাইনের ছেলে রুহুল আমিন, মৃত আঃ হামিদ গাইনের ছেলে পদ্মপুকুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আঃ হাকিম গাইন স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে বাদী, বাদীর পরিবার ও আত্মীয় স্বজনদের সঙ্গে  শত্রুতা সৃষ্টি করে হয়রানী ও ক্ষয়ক্ষতি করে আসছে। প্রায়ই তারা অশ্লীল ভাষায় গালিগালাজ, জীবন নাশের হুমকী দিয়ে আসছে। গত ৯ এপ্রিল সকাল ১০ টার দিকে বাদীর জামাতা গড়কুমারপুর গ্রামের এন্তাজ আলী গাইনের ছেলে আসাদুল ইসলাম বাদীর প্রতিবেশী ভাগ্নে আজমল হোসেনের বসত বাড়ির সামনে কেয়ার রাস্তার উপর পেয়ে গালিগালাজ করে। জামাতা মৌখিক প্রতিবাদ করলে লোহার রড, জিআই পাইপ, বাঁশের রড দিয়ে মারপিট করে জখম, দা দিয়ে আঘাত করে হাঁড়কাটা রক্তাক্ত জখম করে। বাদীর ছোট ভাই শরিফুল ইসলাম ঠেকাতে গেলে মারপিট করে হাড়ভাঙ্গা ও হাড়কাটা জখম এবং গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয়। বাদীর ভাই ইদ্রিস আলী গাইনের পুত্রবধূ শারমীন ও চাচাত ভাইয়ের কন্যা আনোয়ারা ঠেকাতে গেলে মারপিট করে জখম, বেআব্রু করতঃ শ্লীলতাহানি ঘটায়। এসময় স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়া হয়। স্বাক্ষীরা এগিয়ে গেলে হুমকী ও ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। গুরুতর আহত জামাতা আসাদুল ও ছেলে শরিফুলকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়।

আশাশুনি থানা পুলিশ আসামী রুইয়ারবিল গ্রামের আব্দুল মান্নান গাইনের ছেলে আব্দুস সালাম গাইন ও শাহিন গাইন, মৃত আব্দুস সামাদ গাইনের ছেলে সাহেব আলীকে গ্রেফতার করেছেন। অন্য আসামীরা আরো বেপরোয়া হয়ে উঠেছে। বাদী পক্ষকে নানান হুমকী ও তাদের কিছুই হবেনা, পুলিশ গ্রেফতার করবেনা বলে আস্ফালন করতে দেখা যাচ্ছে। বাদী পক্ষ বাকী আসামীদের গ্রেফতার পূর্বক আইনের সোপর্ধ করতে এবং তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে জোর আবেদন জানিয়েছেন।

More News...

সীতাকুণ্ডে ১১ বছরের মেয়েকে নিয়ে বাবার বিরুদ্ধে ঘৃণ্য অভিযোগ : কাঁদছে সীতাকুণ্ড

লৌহজংয়ে ভুয়া দলিলে নামজারির চেষ্টা, ঘুষ কেলেঙ্কারি: দুই সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ।