আশাশুনির গোয়াল ডাঙ্গা বাজারে জামায়াতের পথসভা অনুষ্ঠিত 

আশাশুনির গোয়াল ডাঙ্গা বাজারে জামায়াতের পথসভা অনুষ্ঠিত 

আশাশুনির গোয়াল ডাঙ্গা বাজারে জামায়াতের পথসভা অনুষ্ঠিত 

আশাশুনি প্রতিনিধি।। ১৯ জুলাই ঢাকায় জাতীয় সমাবেশ সফল করতে আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা বাজারে জামায়াতে ইসলামীর উদ্যোগে পথ সভা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বড়দল ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ পথ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমির মাওলানা আব্দুল ওয়াজেদ এর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস মাওলানা রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওঃ নুরুল আবছার মুরতাজা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সাবেক আমির আলহাজ্ব হেদায়েতুল ইসলাম, সেক্রেটারি সেকেন্দার আলী,যুব বিভাগের সভাপতি মোঃ ওমর ফারুক,সেক্রেটারি হাবিবুর রহমান লিপু,সাবেক মেম্বার হাফেজ রুহুল আমিন,মাস্টার আনারুল ইসলাম প্রমুখ। পথসভা শেষে নেতৃবৃন্দ বাজারে ঘুরে ঘুরে ব্যবসায়ী ও সাধারণ জনগণের সাথে সালাম বিনিময় করেন এবং ১৯ শে জুলাই ঢাকার জাতীয় সমাবেশের লিফলেট বিতরণ করেন। এরপর প্রধান অতিথি গোয়ালডাঙ্গা বাজারে ইউনিয়ন পরিষদের সাব অফিসে দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন।