আশাশুনির সীমান্তবর্তী চম্পাফুল বাজার থেকে ভ্যানচোর আটক 

আশাশুনির সীমান্তবর্তী চম্পাফুল বাজার থেকে ভ্যানচোর আটক 

আশাশুনির সীমান্তবর্তী চম্পাফুল বাজার থেকে ভ্যানচোর আটক 

এস,এম মোস্তাফিজুর রহমান।। আশাশুনির সীমান্তবর্তী চাম্পাফুল-কালিবাড়ি বাজার থেকে এক ভ্যান চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার সকাল ৯ টার দিকে চম্পাফুল-কালিবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। চোরের বাড়ি পাটকেলঘাটা থানার মির্জাপুর গ্রামে। তার নাম মহাতাফ উদ্দীন সরদার। তার পিতার নাম রেজাউল সরদার। জানা গেছে, মঙ্গলবার(৬ এপ্রিল) সকাল ৯ টার দিকে আশাশুনি উপজেলার শোভনালী গ্রামের মৃত আব্দুল জব্বার সরদারের ছেলে আব্দুল জলিল সরদার প্রতিদিনের ন্যায় ভ্যান চালাতে আসে। চাম্পাফুল-কালিবাড়ি বাজারে এসে ভ্যানে ২ তালা মেরে বাজার করতে যায়। সুযোগ বুঝে চোর মহাতাফ উদ্দিন ভ্যানের তালা খুলে ভ্যান নিয়ে চলে যাচ্ছিল।

এসময় স্থানীয় জনতা তাকে হাতেনাতে আটক করে কালিগজ্ঞ থানায় খবর দিলে এসআই রেজওয়ান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থান পরিদর্শন করেন। স্থানীয় জনতা চোরকে পুলিশের কাছে সোপর্দ করে।

More News...

কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারী সীমান্তে পুশইনকৃত ৪৪ জন আটক, ২২ জন রোহিঙ্গা শনাক্ত

আশাশুনি উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির আহবায়ক কমিটি অনুমোদন। আহবায়ক-মফিজুল ইসলাম,সদস্য সচিব- রাশিদুজ্জামান মনোনীত