আশাশুনি উপজেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত
এস,এম মোস্তাফিজুর রহমান।। আশাশুনি উপজেলা জামায়াতের মাসিক কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৩০ এপ্রিল) বিকাল ৪ টায় উপজেলা কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের অফিস সেক্রেটারী মাওঃ রুহুল আমিন। উপজেলা সেক্রেটারি মাওঃ আনওয়ারুল হকের সঞ্চালনায় বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল আফসার মুর্তাজা,মাওঃ আব্দুল মান্নান,মাওঃ মোশারফ হোসেন,শাহ অহিদুজ্জামান শাহীন,এবিএম আলমগীর পিন্টু,মাওলানা আতাউর রহমান,ডাক্তার রোকনুজ্জামান,মাওলানা রুহুল কুদ্দুস,মাওলানা রিয়াছাত আলী,মাওলানা শাহজাহান আলী,মাওঃ আব্দুল বারী,অ্যাডভোকেট শহীদুল ইসলাম,মাওঃ শহিদুল ইসলাম,মাওঃ আব্দুল ওয়াজেদ,আফসার উদ্দীন খাঁন,হাফেজ আব্দুল্লাহ প্রমুখ। বৈঠকে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।