আশাশুনি উপজেলা জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

আশাশুনি উপজেলা জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

আশাশুনি উপজেলা প্রতিনিধি: আশাশুনি উপজেলা জামায়াতের মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা জামায়াত কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন-কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদ সদস্য,বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল। উপজেলা সেক্রেটারি মাওঃ আনওয়ারুল হকের সঞ্চালনায় বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির মাওলানা নুরুল আবছার মুর্তাজা,সহ-সেক্রেটারি ডাক্তার রোকনুজ্জামান,শাহ অহিদুজ্জামান শাহীন,অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস,বাইতুলমাল সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম,পেশাজীবি বিভাগের সভাপতি মাওলানা আতাউর রহমান, শোভনালী ইউনিয়ন আমির মাওলানা জিয়াউর রহমান,সেক্রেটারি আলহাজ্ব দেছের আলী,বুধহাটা আমির মাওলানা আব্দুল ওয়াদুদ,সেক্রেটারি রবিউল ইসলাম,কুল্যা আমীর মাওলানা ইউসুফ আলী,দরগাহপুর আমির প্রফেসর আব্দুল গনি,সেক্রেটারি মাওলানা জুলফিকার আলী,বড়দল আমীর মাওঃ আব্দুল ওয়াজেদ,নায়েবে আমির আলহাজ্ব হেদায়েতুল ইসলাম,সেক্রেটারি সেকেন্দার আলী,আশাশুনি সদর আমীর হাফেজ আব্দুল্লাহ,সেক্রেটারি মাওলানা আব্দুল হাই,শ্রীউলা আমির মাওলানা লুৎফর রহমান,সেক্রেটারি শাহিনুল ইসলাম,খাজর আমির মাওলানা মোস্তাফিজুর রহমান,সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ,আনুলিয়া আমীর মাওলানা হারুন অর-রশিদ,সেক্রেটারি গাজী আব্দুর রশিদ,প্রতাপনগর আমির মাওলানা অহিদুজ্জামান,সেক্রেটারি মাওলানা আল-আমিন, কাদাকাটি আমির মাওলানা আবু বকর সিদ্দিক প্রমুখ।

বৈঠকে সকল ইউনিয়ন শাখার মাসিক রিপোর্ট পর্যালোচনা,সংসদীয় আসনের সীমানার বিষয়,বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সহ সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।