আশাশুনি বাইপাস সড়কে তাল বীজ বপন উদ্ভোধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। আশাশুনি সদরের বাইপাস সড়কের মানিকখালী রোডে তাল বীজ বপন উদ্ভোধন করা হয়েছে। শুক্রবার(০৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় তাল বীজ বপন কর্মসূচীর উদ্বোধন করা হয়। জলবায়ু অভিযোজন ও ন্যায্যতায় পরিবেশ পাঠশালা কর্মসূচীর আওতায় উপকূলীয় পরিবেশ গবেষণা ও উন্নয়ন সংস্থার (CERIO:Coastal Environment Research & Improvement Organization) এর বাস্তবায়নে এ কর্মসুচীর উদ্ভোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন আশাশুনি সদর ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ শরীতুল্লাহ। CERIO প্রকল্পের নির্বাহী পরিচালক শাহীন ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন,ইউপি সদস্য আব্দুস সালাম,ইউপি সদস্য মহানন্দ মন্ডল, প্রাক্তন শিক্ষক নফিল উদ্দিন,প্রাক্তন শিক্ষক চিত্তরঞ্জন অধীকারী,সরকারি কর্মকর্তা মেরিন ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলাম লিটন,সদর ইউনিয়ন টিম লিডার আশরাফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক আজহারুল ইসলাম,সাংবাদিক এস,এম মোস্তাফিজুর রহমান,রুহুল আমিন মোড়ল,কমিটির সদস্য লক্ষ্মী রানী রায়,চাকরিজীবী মোঃ শফিকুল ইসলাম,জান্নাত আরা পিয়া,নুরুন্নাহার,সেলিনা পারভীন,ব্যবসায়ী ফরিদুল ইসলাম মিলন,গোলাম মোস্তফা প্রমুখ। প্রকল্পের পক্ষ থেকে বাইপাস সড়কের পাশ দিয়ে ৬’শ তাল বীজ বপন করা হয়। তাল বীজ চারা সংরক্ষণে প্রকল্পের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহন করা হবে বলে প্রকল্প পরিচালক মোঃ আনোয়ার হোসেন জানান এবং সকলের সহযোগিতা কামনা করেন।##