আশাশুনি ভূমি অফিস আকস্মিক পরিদর্শনে ..জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। সাতক্ষীরার আশাশুনি উপজেলা সহকারী কমিশনার(ভূমি)অফিস আকস্মিক পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ মোস্তাক আহমেদ। রবিবার(২৭এপ্রিল) দুপুরে তিনি হঠাৎ করে উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।
জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ চলমান বিভিন্ন এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন। পরীক্ষা শেষে হঠাৎ করে উপজেলা ভূমি অফিসে গমন করেন। অফিস ক্যাম্পাসে ঢুকেই সেবা নিতে আসা মানুষের সাথে কথা বলতে শুরু করেন। অতি স্বাভাবিক পরিবেশে খোলামেলা কথার মাঝে থাকা মানুষ তখন বুঝে উঠতে পারেনি যে,তারা জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলছেন। কিছুক্ষণ পর ডিসি মোস্তাক আহমেদ ভূমি সেবা প্রত্যাশীদের বসার স্থান”গোল ঘরে’ বসে অপেক্ষমান শত শত মানুষের সাথে সরাসরি কথা বলেন। তাদের আগমনের উদ্দেশ্য ও অফিসের সেবার মান সম্পর্কে জানতে চান। একে একে অনেক মানুষের কাছে তাদের নাম পরিচয়,কি কাজে এসেছেন,কত টাকা দিতে হয়েছে,কোন অভিযোগ আছে কিনা পৃথক পৃথক ভাবে জানতে চান। নির্ভয়ে ও স্বত:স্ফুর্ত ভাবে তারা মনের কথা তুলে ধরেন। তিনি সকলের কথা শুনে ভূমি অফিসের কার্যক্রম সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন। এছাড়া তিনি অবৈধ দখলে থাকা খাস জমি উদ্ধারে সংশ্লিষ্টদের আরও তৎপর হওয়ার পরামর্শ প্রদান করেন এবং অফিসের সেবা কার্যক্রমকে অব্যাহত রেখে জনগণের কল্যাণে কাজ করার নির্দেশনা প্রদান করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন ও এসি (ল্যান্ড) অফিসের সকলে উপস্থিত ছিলেন।