আশাশুনি মহিলা বিষয়ক অধিদপ্তরের সাথে সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশনের শিয়ারিং মিটিং
আশাশুনি প্রতিনিধি।।
আশাশুনি উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সাথে লাইট হাউস কনসোটিয়াম ও সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশনের শিয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ে এ মিটিং করা হয়। লাইট হাউস কনসোটিয়াম এর আয়োজনে এবং সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশনের বাস্তবায়নে”মা ও শিশু সহায়তা প্রকল্প কর্মসুচীর আওতায় মাতৃত্বকালীন ভাতাভোগীদের নিয়ে স্কোরকার্ড কার্যক্রমের শিয়ারিং মিটিংএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম।
উপজেলা সমন্বয়ক মোঃ মোস্তফা কামালের সঞ্চালনায় মিটিংএ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বলাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার মন্ডল,হিসাব রক্ষণ অফিসের প্রতিনিধি সাহারাত হোসেন,সমাজসেবা অফিসের প্রতিনিধি সেলিম শাহরিয়ার,ইউপি সদস্য মোঃ ইয়াকুব আলী,মোঃ রবিউল ইসলাম সবুজ,মহিলা বিষয়ক অধিদপ্তরের মোঃ আক্তার হোসেন,ডাক্তার মোঃ বিল্লাল হোসেন,সাংবাদিক এস,এম মোস্তাফিজুর রহমান, আশাশুনি প্রতিবন্ধী উন্নয়ন সমিতির সভাপতি মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন মাতৃত্বকালীন ভাতাভোগীর সংখ্যা ও ভাতার টাকা বৃদ্ধির জন্য মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতি আহ্বান জানান।
এ সময় মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম জানান,আগে প্রতিমাসে ৫ জন,এরপরে ৯ জন,বর্তমানে ১৫ জন করে ভাতা পাচ্ছেন এবং প্রত্যেক ভাতাভোগী তিন বছর মেয়াদে ২৮ হাজার ৬০০ টাকা করে পাচ্ছেন। উল্লেখ্য সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন উপজেলার বড়দল,খাজরা, আনুলিয়া,প্রতাপনগর, শ্রীউলা এই পাঁচটি ইউনিয়নে কার্যক্রম পরিচালনা করছে।##