আশুলিয়ায় তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ কওমি মাদ্রাসার পরিবারের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মীর জেসান হোসেন তৃপ্তী : ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ার মানিকগজ্ঞ পাড়ায় তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ কওমি মাদ্রাসার পরিবারের পক্ষ থেকে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা সাদিক হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। এ সময় তিনি বলেন,এক মাত্র কুরআন শিক্ষার মাধ্যমে দেশের দূরর্নীতি ও সকল প্রকার অপরাধ নিরাশন করা সম্ভাব। ফলে এহকাল ও পরকালে কথা মাথায় রেখে আপনার সন্তানদের মাদ্রাসায় পাঠাতে হবে। এ সময় তিনি আরো বলেন,নৈতিকতা শিক্ষার একমাত্র স্থান হচ্ছে দ্বীনি প্রতিষ্ঠান। দ্বীনি প্রতিষ্ঠান থেকেই দ্বীনি শিক্ষা লাভ করতে হয়। এজন্য দ্বীন শিক্ষার প্রসারের জন্য দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার গুরুত্ব অপরিসীম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আহম্মেদ।তিনি এ সময় বলেন,শিক্ষার উদ্দেশ্য হচ্ছে আলোর পথের সন্ধান দেয়া এবং পৃথিবীকে আবিষ্কার করা। দ্বীন ছাড়া দুনিয়া কিংবা দুনিয়া ছাড়া দ্বীন পূর্ণতা পায় না। তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ কওমি মাদ্রাসার প্রিন্সিপাল ও মসজিদে কুবার খতিব হাফেজ মাওলানা সাদিক হুসাইন দেশের শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন। তিনি বলেন, তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ কওমি মাদ্রাসায় আধুনিক পদ্ধতিতে বাংলা,ইংরেজী,আরবীসহ কুরআনের হাফেজ তৈরীর একটি আদর্শ প্রতিষ্ঠান । এখান থেকে অনেক হাফেজ তৈরী হয়েছে। বর্তানে অত্র প্রতিষ্ঠানে শতাধিক কুরআনের হাফেজী শিক্ষার্থী রয়েছে। এক মাত্র আমরাই স্বল্পমুল্যে সহি ভাবে কুরআনের হাফেজ তৈরী করে থাকি। সবশেষে অত্র মাদ্রাসার শিক্ষাক ও সকল শিক্ষার্থী এক সাথে ইফতার করেন।