কেরানীগঞ্জ প্রতিনিধি: ইতালিতে নেওয়ার কথা বলে মুক্তিপণের জন্য লিবিয়ায় নির্যাতন করে দুজনকে হত্যার ঘটনায় হওয়া মামলায় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার বিকেলে র্যাব-১০–এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মাদ কামরুজ্জামান ঢাকার কেরানীগঞ্জে তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদারীপুরের রাজৈর উপজেলার লিপন মাতুব্বর (৩৫) ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আনোয়ার ওরফে আনো মাতুব্বর (৪০)।
সংবাদ সম্মেলনে মোহাম্মাদ কামরুজ্জামান বলেন, বাংলাদেশ থেকে বেকার যুবকদের উন্নত জীবনযাপনের প্রলোভন দেখিয়ে ইতালিতে নেওয়ার কথা বলে লিবিয়ায় আটকে নির্যাতন করে মুক্তিপণ দাবি ও তাঁদের মৃত্যুর ঘটনা ঘটেছিল। সম্প্রতি ইতালি যাওয়ার উদ্দেশে গমন করা ফরিদপুরের ভাঙ্গা ও মাদারীপুরের রাজৈরের কতিপয় ব্যক্তির মরদেহের ছবি তাঁদের স্বজনেরা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পান। এ ঘটনায় মিন্টু হাওলাদার নামের এক ব্যক্তি বাদী হয়ে ফরিদপুরের ভাঙ্গা থানায় ও নাজমিন বেগম নামের এক নারী বাদী হয়ে মাদারীপুরের রাজৈর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন র্যাব-১০–এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট তানভীর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার শুক্লা রায়, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার প্রমুখ।