ইনসাফ ও ন্যায়ের সাথে সমাজকে গড়ে তুলুন, এডভোকেট এম হেলাল উদ্দিন
মোঃ আতিকুর রহমান মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
২৬ এপ্রিল রোজ শনিবার একদিনের সংক্ষিপ্ত সফরে নিজ এলাকায় আসেন আইনজীবী সমাজকর্মী ও বিএনপি নেতা এডভোকেট এম হেলাল উদ্দিন।সফরের শুরুতে মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের প্রতিপক্ষের হামলায় আহত বিএনপি কর্মী জয়নাল ডাক্তার কে দেখতে আসেন তার সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। এরপর উপজেলার চর এক করিয়া ইউনিয়নের শান্তির হাট বাজারের নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করেন ও কমিটির সাথে মতবিনিময় করেন। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করা সরকারের দায়িত্ব আলহামদুলিল্লাহ আমি একটা সংস্থার মাধ্যমে চেষ্টা করি এসব প্রতিষ্ঠান করে দেওয়ার জন্য আল্লাহ যদি সহায় হোন তাহলে আপনাদের মাদ্রাসা হয়ে যাবে। আপনারা সবাই দোয়া করবেন যেন তারাতাড়ি এই কাজ করতে পারি। বক্তব্য শুরুর আগে মাদ্রাসার ছাত্র ছাত্রীদের মাঝে নিজ হাতে তবারক বিতরণ করেন। বক্তব্য শেষে মাদ্রাসা কমিটির হাতে ফরম তুলে দেন।
এরপর উত্তর লস্কর পুর আরফত আলী হাওলাদার বাড়ি জামে মসজিদ পরিদর্শন করেন। কমিটির সদস্যদের সাথে কথা বলেন এবং নতুন মসজিদ নির্মাণের জন্য আশ্বস্ত করেন। সেখানেই সকল নেতাকর্মীর নিয়ে দুপুরের খাবার শেষ করেন। মধ্যাহ্ন বিরতি শেষে সম্মিলিত চাঁনপুর উলানিয়া ইউনিয়নের উদ্যোগে মাহফিলে অতিথি হিসেবে যোগদান করেন। পরিশেষে রাতে লঞ্চ যোগে ঢাকার উদ্দেশ্যে মেহেন্দিগঞ্জ ত্যাগ করেন।
সফর সঙ্গী হিসেবে সাথে ছিলেন বিএনপি নেতা ফারুক খান, রফিকুল ইসলাম মুন্সি, ফারুক জমদ্দার,আখের ফরাজি, ওয়াসিম রানা, জাফর তালুকদার, আলিম বকশি, খলিলুর রহমান, সুমন খান,সহ আরো স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। মেহেন্দিগঞ্জ থেকে মোঃ আতিকুর রহমান এর রিপোর্ট