ইফতারের আগে মেট্রোরেলে যাত্রীদের উপচে পড়া ভীড়: ট্রেনের সংখ্যা বৃদ্ধির দাবি
মোহাম্মদ ইমন, মিরপুর থেকে: রমজান মাসে রাজধানী ঢাকায় মেট্রোরেলে যাত্রীদের চাপ ব্যাপকভাবে বেড়ে গেছে। বিশেষ করে ইফতারের আগের সময়টায়, সন্ধ্যা ৫টা থেকে ৬টা পর্যন্ত মেট্রোরেলে যাত্রীদের উপচে পড়া ভিড় সৃষ্টি হচ্ছে। অফিসের শেষ সময়ে এবং ইফতারের প্রস্তুতির সময় যাত্রীদের মধ্যে এক বিশাল চাপ দেখা যাচ্ছে, যার ফলে মেট্রোরেল যাত্রীরা অনেক সময় কষ্টকর পরিস্থিতিতে পড়ছেন।
মেট্রোরেলের যাত্রীরা জানিয়েছেন, এই সময়ে ট্রেনগুলোতে অধিকাংশ যাত্রী উঠতে না পেরে রেল স্টেশনে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। অনেক ক্ষেত্রে ট্রেনের ধারণক্ষমতা ছাড়িয়ে যাত্রীদের ঠেলে ঠেলে উঠতে দেখা যাচ্ছে, যা তাদের যাত্রাকে খুবই অসুবিধাজনক করে তোলে।
যাত্রীদের দাবি, রমজান মাসে বিশেষত ইফতারের আগে এবং পরে যাত্রীদের চাপ সামলাতে মেট্রোরেলে ট্রেন সংখ্যা বাড়ানো উচিত। অধিক যাত্রী পরিবহন করতে এবং ভিড় কমাতে ট্রেনগুলো আরও বেশি করা হলে যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে।
পলাশ রহমান নামে এক যাত্রী বলেন, “ইফতারের সময় অনেকেই দ্রুত বাড়ি ফিরতে চান। কিন্তু মেট্রোরেলে অতিরিক্ত ভিড়ের কারণে আমাদের জন্য ভ্রমণ করা অনেক কষ্টকর হয়ে পড়েছে। কিছুটা হলেও ট্রেন সংখ্যা বাড়ানো হলে, এটা আমাদের জন্য অনেক সহায়ক হবে।”
ইফতারের আগে মেট্রোরেলে অতিরিক্ত ভিড় যাত্রীদের জন্য বড় ধরনের সমস্যা তৈরি করছে। দ্রুত পদক্ষেপ না নিলে, পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই, ট্রেন সংখ্যা বৃদ্ধি এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্যময় যাত্রার জন্য ব্যবস্থা নেওয়া উচিত।