ঈদুল ফিতরের ছুটি কাটাতে উপচে পড়া ভির মাওয়া পদ্নাসেতু টোলপ্লাজা প্রান্তে

ঈদুল ফিতরের ছুটি কাটাতে উপচে পড়া ভির মাওয়া পদ্নাসেতু টোলপ্লাজা প্রান্তে

ঈদুল ফিতরের ছুটি কাটাতে উপচে পড়া ভির মাওয়া পদ্নাসেতু টোলপ্লাজা প্রান্তে।

 লৌহজং সংবাদদাতাঃপবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটাতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশ পথ, মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু উত্তর প্রান্ত হতে পদ্মা সেতু পাড়ি দিয়ে লক্ষ লক্ষ মানুষ ফিরছে আপন গন্তব্যে। সেতু পার হতে যানবাহনের রয়েছে দীর্ঘ লাইন। গতকাল শুক্রবার, আনুষ্ঠানিকভাবে ঈদের ছুটি শুরু হওয়ায়, রাজধানী ছেড়ে গ্রামে ফেরা মানুষের ভিড় বেড়েছে । সরো জমিনে দেখা যায়, বেলা বাড়ার সাথে সাথে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে যানবাহনের চাপ, মোটর সাইকেলের পাশাপাশি যাত্রীবাহী বাস, প্রাইভেট, মাইক্রো সহ ছোট গাড়ির চাপ বেশি লক্ষ্য করা যায়। ঈদযাত্রা নির্বিঘ্নে করতে, পদ্মা সেতু মাওয়া প্রান্তে টোল প্লাজায় সাতটি ভূতে আদায় হচ্ছে টোল, পদ্মা সেতু সাইট অফিসার, নির্বাহী প্রকৌশলী আবু সায়েদ জানিয়েছেন, সেতুর স্বাভাবিক সময়ের তুলু নায় টোল আদায় বেড়েছে দ্বিগুণ। এছাড়া উভয় প্রান্তে গত বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত গাড়ি চলাচল করিয়াছেন ৮৭৬৮৩টি।

More News...

গৃহবধূ হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে কুয়াকাটায় মানববন্ধন

সিদ্দিক সভাপতি, মিজান সম্পাদক। মহিপুর থানা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত