জোবান আহমেদ আশিক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন প্রথম ভারতীয় হিসেবে মর্যাদাপূর্ণ এলভিএমএইচ প্রাইজ ২০২৫-এর জুরি বোর্ডে অন্তর্ভুক্ত হয়ে ইতিহাস গড়েছেন। ফ্যাশন জগতে নবীন প্রতিভা খুঁজে বের করার এই আন্তর্জাতিক আসরে তার যুক্ত হওয়া ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে বিশ্ব অঙ্গনে।
সম্প্রতি প্যারিসে অনুষ্ঠিত অনুষ্ঠানে দীপিকা নজর কাড়েন লুই ভুঁতোঁর অনন্য পোশাকে। ইভেন্ট শেষে বিজয়ীদের উদ্দেশে শুভেচ্ছা জানিয়ে কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে, তার পোস্টে স্বামী ও অভিনেতা রণবীর সিং মন্তব্য করেন— “হট মামা”। এ কথাটি ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
দীপিকার এই সাফল্যে অনুরাগীরা যেমন উচ্ছ্বসিত, তেমনি রণবীরের সমর্থনকেও প্রশংসা করছেন তারা। ফ্যাশনের বিশ্বমঞ্চে লেজেন্ডদের পাশে জায়গা করে নিয়ে দীপিকা শুধু নিজের ক্যারিয়ারকেই উচ্চতায় নিয়ে যাননি, বরং ভারতীয় প্রতিনিধিত্বের নতুন দিগন্তও উন্মোচন করেছেন।