ওসি’র চাকুরী ব্যক্তিগত বিষয়

ওসি’র চাকুরী ব্যক্তিগত বিষয়

স্টাফ রিপোর্টারঃ
চাকুরীটা আমার ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে জিজ্ঞেস করা অধিকার আপনাকে কে দিয়েছে। আমি কিভাবে এখানে আছি এটা আমার বড় স্যারেরা জানে, তারাই জানে কাকে কোথায় রাখতে হবে। এভাবেই খুনী হাসিনার দানবীয় স্টাইলে সাংবাদিকের উপর ক্ষোভ ঝাড়লেন নারায়নগঞ্জের সোনারগাঁ থানার স্ট্যান্ড রিলিজ হওয়া ওসি মোঃ আব্দুল বারী। একদিনের ব্যবধানে বদলি আদেশ বাতিল করিয়ে কিভাবে নিজ আসনে বহাল থাকলেন এমন প্রশ্নে তেলেবেগুনে জ্বলে উঠেন ওসি আব্দুল বারী।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, নারায়নগঞ্জের সোনারগাঁ থানার ওসি আব্দুল বারীকে ২৯ডিসেম্বর-২০২৪ তারিখে বদলি আদেশ প্রদান করে প্রজ্ঞাপন জারি করে পুলিশ হেডকোয়ার্টার্স। ১জানুয়ারী-২০২৫ তারিখে নির্ধারিত বদলিকৃত স্থানে যোগদান না করিলে ২জানুয়ারী হতে স্ট্যান্ড রিলিজ হয়েছেন মর্মে গন্য করা হবে। কিন্তু তিনি এখনো সোনারগাঁ থানাতেই ওসির পদে দায়িত্ব পালন করে আসছেন। প্রশ্ন হলো তিনি সোনারগা থানা থেকে সোনারগা থানাতেই বদলি হয়েছেন কিনা। বদলি আদেশে তার নামে পাশে বর্নিত স্থান নারায়নগঞ্জ জেলা ও পাশের কলামে ডিএমপি ঢাকা উল্লেখ রয়েছে। কোন চাকুরীজিবির বদলি আদেশ হলে একস্থান থেকে অন্যস্থানে চলে যায়। কিন্তু ওসি আব্দুলকে বারী একঘন্টার জন্য কোথা যেতে হয় নাই। শোনা যাচ্ছে, তিনি একঘন্টার মধ্যে বদলির আদেশ বাতিল করিয়ে এই থানাতেই বহাল রয়েছেন।

এব্যাপারে নারায়নগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, এবিষয়ে তিনি কিছু জানেন না। এদিকে ঢাকা রেঞ্জ ডিআইজি একেএম আওলাদ হোসেন মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি।

More News...

৭১’ রে যুদ্ধ না করে কমান্ডার পরিচয়ে ভুমিদস্যুতার অভিযোগ

শোক সংবাদ: খুলনা মহানগর বিএনপি’নেতা জহর মীর আর নেই