আন্তর্জাতিক ডেস্ক: সাবেক কেন্দ্রীয় ব্যাংকার মার্ক কার্নি কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তিনি বিদায়ি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হলেন।
রবিবার লিবারেল পার্টির নেতৃত্ব নির্বাচনে তিনি ৮৫.৯ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেন। বিদায়ি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শিগগিরই কার্নির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।
সোমবার (১০ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ৫৯ বছর বয়সি কার্নি এর আগে ব্যাংক অব কানাডা (২০০৮-২০১৩) এবং ব্যাংক অব ইংল্যান্ডের (২০১৩-২০২০) গভর্নরের দায়িত্ব পালন করেন। তার এ অর্থনৈতিক অভিজ্ঞতা বর্তমান যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্যসংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কার্নি শিগগিরই গভর্নর জেনারেলের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন এবং এপ্রিলের শেষ দিকে নতুন সাধারণ নির্বাচনের ঘোষণা দিতে পারেন। নতুন নেতৃত্বে লিবারেল পার্টি পুনর্জীবিত হয়েছে, যা আগামী নির্বাচনে কনজারভেটিভ পার্টির সংখ্যাগরিষ্ঠতা প্রতিরোধে সহায়ক হতে পারে।