কালিয়াকৈরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  

কালিয়াকৈরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  

কালিয়াকৈরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  

মোঃ মাসুদুর রহমান – কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।

গাজীপুরের কালিয়াকৈর এর সফিপুর এলাকা থেকে আলম খান(৬৮) নামের এক আওয়ামীলীগ নেতা কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার সফিপুর পূর্ব পাড়া থেকে গ্রেপ্তার করা হয়।

আলম খান উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকার হাজী আব্দুর রাশেদ খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে আলম খানকে কালিয়াকৈর থানায় ২১/১৬/০১/২৫ নং মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে

আলম খানের পারিবারিক সূত্রে জানা গেছে তিনি একজন বয়স্ক মানুষ উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন শিকদারের সাথে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।এলাকাবাসী সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের সম্পৃক্ততা রয়েছে। পুলিশ তার বিরুদ্ধে কি মামলা করেছে এ বিষয়ে তারা অবগত নয়।

এ ব্যাপারে মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই সাইদুর রহমান জানান আলম খানকে কালিয়াকৈর থানায় বিশেষ মামলা নম্বর ২১/১৬/০১/২৫ এর আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে । তাকে আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

More News...

কেরানীগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়