কালিয়াকৈরে পারিবারিক বিরোধে মহিলাসহ দুজনকে মারধর, গুরুত্ব আহত
মো: মাসুদুর রহমান – কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি ।
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার তালুক শিমুলতলী এলাকায় পারিবারিক বিরোধে পূর্ব শত্রুতার জেরে বিধবা মহিলাসহ দুজনকে মারধরের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় ওই বিধবাসহ দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার তালুক শিমুলতলী এলাকার ফরহাদ হোসেন গং ও নাজিম উদ্দীন গংদের সাথে জমি জমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। প্রতিদিনের মতো গত বুধবার বিকেল পৌনে ৫টার দিকে ফরহাদ হোসেন তার ঔষধের দোকানে যাওয়ার জন্য বাড়ী থেকে বের হয়। বাড়ীর সামনে বের হতেই দেখতে পান স্থানীয় নাজিম উদ্দীন, বজলু, ফরিদ হোসেন, আবুল হোসেন গংসহ অজ্ঞাত ২/৩ জন দা, লাঠি, লোহার রড হাতে নিয়ে রাস্তার উপর দারিয়ে আছে। এসময় তারা সকলে মিলে ফরহাদের গতিরোধ করে এবং অতর্কিত তার উপর হামলা চালায়। হামলার এক পর্যায়ে ফরহাদের ডাক চিৎকারে তার ভাবি শিল্পী আক্তারসহ তার বাড়ীর লোকজন এগিয়ে আসলে উভয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসময় নাজিম উদ্দীন গং ফরহাদের ভাবীকে মারপিটসহ তার শ্লীলতাহানি করে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। তবে এলাকাবাসী গরুত্বর আহত অবস্থায় ফরহাদ হোসেন ও তার বিধবা ভাবীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এ বিষয়ে উভয় পক্ষ কালিয়াকৈর থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন।
এবিষয়ে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক( এস, আই) মজিবুর রহমান জানান, এ বিষয়ে উভয় পক্ষ থানায় অভিযোগ দিয়েছেন। গত শুক্রবার সরেজমিনে বিষয়টি তদন্ত করা হয়েছে । আইনগত বিধি ব্যবস্থা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।