কালিয়াকৈরে মহান বিজয় দিবস পালিত বিএনপি নেতার সৌজন্যে বর্নাঢ্য র‌্যালী

কালিয়াকৈরে মহান বিজয় দিবস পালিত  বিএনপি নেতার সৌজন্যে বর্নাঢ্য  র‌্যালী

মো: মাসুদুর রহমানঃ

জীপুরের কালিয়াকৈরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ডিসেম্বর ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে ৫৩ তম মহান বিজয় দিবস পালিত হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে কালিয়াকৈর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সাইজুদ্দিন আহম্মেদের নেতৃত্বে এক বিশাল বর্নাঢ্য র‌্যালী ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে কালিয়াকৈর পৌরসভার প্রানকেন্দ্র সফিপুর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশাল এ র‌্যালীটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর থেকে শুরু হয়ে হরিণহাটি, পল্লীবিদ্যুৎ, চন্দ্রাত্রিমোড় প্রদক্ষিণ করে। র‌্যালীতে অংশ গ্রহণ করেন উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অংগসংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ। এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, কালিয়াকৈর থানা প্রশাসন ও বিএনপি ও তার অঙ্গ সংগঠনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

প্রায় ২ ঘন্টা ব্যাপী বিশাল র‌্যালী শেষে দুপুরে সফিপুর এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- কালিয়াকৈর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সাইজুদ্দিন আহম্মেদ, সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল, বিএনপি ও অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দসহ প্রমুখ।

More News...

শোক সংবাদ: খুলনা মহানগর বিএনপি’নেতা জহর মীর আর নেই

নির্ভরযোগ্য আবাসন নতুনধরা