কালীগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, ভুট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার।
মোঃ আলীহোসেন লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মোছা: জান্নাতি আক্তার নামে ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীর লাশ ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ভিকটিমকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভোটমারী ইউনিয়নের শৈলমারীর চর এলাকার ভুট্টা ক্ষেত থেকে জান্নাতির লাশ উদ্ধার করেন এলাকাবাসী।
নিহত জান্নাতি শৈলমারী এলাকার মো: ফজু মিয়ার মেয়ে। সে ভোটমারী হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
ধারণা করা হচ্ছে, পরিবারের লোকজন কাজের সুবাদে তাকে বাড়িতে একা রেখে যায়। নির্জন এলাকায় বাড়ি ও বাড়ির চারপাশে ভুট্টা ক্ষেত থাকার সুযোগে নিহত জান্নাতিকে ধর্ষণকারী বাড়ির পেছনে ভুট্টা খেতে নিয়ে ধর্ষণ করে হত্যা করে।
ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ফরহাদ হোসেন বলেন, ‘ঘটনা শোনার পর ঘটনাস্থলে গ্রাম্য পুলিশ ও ইউপি সদস্যকে পাঠিয়েছেন।’
তিনি বলেন, ‘বাড়িতে লোকজন না থাকার সুযোগে এ ঘৃণিত অপরাধের ঘটনা ঘটে থাকতে পারে।’
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: সেলিম মালিক বলেন, ‘ঘটনার সংবাদ পেয়ে কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনা স্থলে গিয়ে লাশ সংগ্রহ করেন। তথ্য প্রমাণ সংগ্রহ করার কাজ চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে পরে আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।