কালীপূজা এলেই প্রাণ ফিরে পায় সোনাকান্দা-সৈয়দপুর ঘাট

কালীপূজা এলেই প্রাণ ফিরে পায় সোনাকান্দা-সৈয়দপুর ঘাট

কেরানীগঞ্জ প্রতিনিধি:  একটা সময় ঢাকা-মুন্সিগঞ্জের অন্যতম প্রধান সংযোগ পথ ছিলো সোনাকান্দা-সৈয়দপুর ঘাট। নদীর দুই পাড়ে শতশত দোকান, ছোট-বড় নৌকা, ট্রলার, মাঝিদের গান আর যাত্রীদের হৈ-হুল্লোড়ে প্রাণচঞ্চল থাকতো সোনাকান্দা-সৈয়দপুর ঘাট

।ধলেশ্বরী নদীতে ঢাকা-মাওয়া সংযোগ সেতু ও তুলসীখালী-মরিচা সেতুতে যান চলাচল শুরু হলে ব্যাস্ততা কমে এ ঘাটের।

তবে চৈত্র মাস এলেই যৌবন ফিরে এ ঘাটের। মুন্সীগঞ্জের সিরাজদিখানের শেখর নগর শ্রী শ্রী মা রক্ষা কালী পূজা উপলক্ষে সারা দেশ থেকে আগত হাজার হাজার হিন্দুধর্মাবলম্বীসহ বিভিন্ন ধর্মের মানুষ ভীড় করে কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের নতুন সোনাকান্দা বিসিক শিল্পনগরী ঘাটে। পথ-ঘাট বাড়লেও মেলা/পূজার সিংহভাগস মানুষ যাতায়াত করেন এ ঘাট দিয়ে।  

সরেজমিনে গিয়ে দেখা গেছে, মঙ্গলবার (১ মার্চ) সকাল হতেই বিসিক শিল্পনগরী ঘাটে সনাতনীদের দীর্ঘ লাইন। তাদের পাড়াপাড় করতে ব্যস্ত সময় পাড় করছে ইজারাদাররা। বিশেষ দিনটি উপলক্ষে নিয়োগ দেওয়া হয়েছে বাড়তি জনবল। নদীর ঘাটে রখা সারি সারি ইঞ্জিনচালিত নৌকা, অতিরিক্ত মানুষের চাপে হিমশিম খাচ্ছে মাঝিসহ শতাধিক লোক। দুপুরে ঘাট পরিদর্শনে আসেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। সনাতন ধর্মাবলম্বীসহ সবাই যাতে নিরাপদে যাতায়াত করতে পারে তা সুনিশ্চিত করতেই স্থান লোকজন নিয়ে ঘাটে আসেন এবং ঘাট ব্যবস্থাপনার লোকজনদের সাথে ভাড়া সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। ঘাটের সেবা প্রার্থীদের সাথেও কুশল বিনিময় করার পাশাপাশি তাদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করেন করতে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

দীর্ঘদিন পর নিজেদের ঘাটে বিপুল সংখ্যক মানুষের দেখে খুশি স্থানীয়রা। তবে ঘাটের পাশে নদীতে ব্রিজ নির্মাণের কাজ শেষ পর্যায় হওয়ায় অনেকের মন খারাপ। পরবর্তী বছর হতে দেখা যাবেনা হয়তো এ দৃশ্য। এতে করে স্থানীয়রা যেমন হারাবে কর্ম তেমনি ঐতিহ্যও। তবে ব্রিজ হওয়ায় খুশি যাত্রীরা। কারণ নদী পথে অতিরিক্ত খরচসহ অনিরাপদ যাত্রা নিশ্চিত করবে বহুকাঙ্খিত এই ব্রিজ।

More News...

পূবাইলে যাত্রাবিরতির দাবিতে ট্রেন থামিয়ে মানববন্ধন

গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইলে রাস্তার উদ্বোধন