কাস্টমস কমিশনার মাহবুবুর সাময়িক বরখাস্ত ! পেছনে রহস্য
ফারহান আবদুল্লাহ:
অসদাচরণের অভিযোগ এনে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালায় কাস্টমস কমিশনার এ কে এম মাহবুবুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সই করা এক আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ইস্যু করা আদেশে বলা হয়েছে, এ কে এম মাহবুবুর রহমান (পরিচিতি নম্বর ৩০০০৮৬), কমিশনার হিসাবে সংযুক্ত ওই কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩ (খ) অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যেহেতু, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২ অনুযায়ী কর্তৃপক্ষ তাকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন মনে করেন। তাই মাহবুবুর রহমানকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
যদিও তার বরখাস্তের কারণ নিয়ে বিতর্কে জন্ম দিয়েছে। বিভিন্ন সূত্র বলছে, ক্যাডার বৈষম্য নিয়ে ফেসবুকে প্রতিবাদ করেছিলেন শুল্ক কর্মকর্তা এ কে এম মাহবুবুর রহমানের। সেই সূত্রে ধরেই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার অংশ হিসাবে তাকে প্রথমে ওএসডি করা হয়েছিল। এরপর সাময়িক বরখাস্ত করা হলো।
আন্তঃক্যাডার বৈষম্য দূর করতে অন্য ক্যাডারের সঙ্গে সংহতি জানিয়ে গত বছরের ৯ আগস্ট থেকে কোটাবিরোধী পোস্ট দেন মাহবুবুর রহমান। ৯ আগস্ট ফেসবুক পোস্টে মাহবুবুর রহমান লেখেন, ‘ক্যাডার যার, মন্ত্রণালয় তার, দক্ষ ও কার্যকরী প্রশাসন এর জন্য কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় চাই।’ এছাড়াও কয়েক দিন সংশ্লিষ্ট কিছু বিষয় তুলে ধরেন।
যদিও এনবিআরের দায়িত্বশীল কেউ এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি কিংবা এনবিআরের ওই কর্মকর্তাও কোনো বক্তব্য দিতে রাজি হননি।
এ বিষয়ে নাম প্রকাশ না করে এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ন্যাশনাল ডিফেন্স কোর্সের (এনডিসি) অন্তর্ভুক্তি নিয়ে মূলত জটিলতা শুরু হয়। তিনি ওই কোর্সের জন্য নির্বাচিত হন। এরপরই রোষানলে পড়েছেন বলে অভিযোগ রয়েছে। সিভিল প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ কোর্স এনডিসি কোর্সে প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তার প্রভাবে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।