কুড়িগ্রামে অসময়ে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধে মানববন্ধন

কুড়িগ্রামে অসময়ে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধে মানববন্ধন

কুড়িগ্রামে অসময়ে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধে মানববন্ধন

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে অসময়ে ভাঙন, প্রতিরোধে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার (২০ এপ্রিল) কুড়িগ্রাম কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়নে এই মানববন্ধন করা হয়।

জেলার নাগেশ্বরী উপজেলা মাঝিপাড়া ও ইসলামপুর গ্রামবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-১ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, নাগেশ্বরী উপজেলা যুবদলের সদস্যসচিব আতিকুর রহমান লেবু, বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানার সভাপতি মাওলানা এনামুল হক, বল্লভেরখাস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রস্তাবিত কচাকাটা উপজেলার ওপর দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদসহ দুধকমুার, সংকোশ, গঙ্গাধর নদী বয়ে গেছে। বিগত কয়েক মাসধরে বল্লভেরখাস ইউনিয়নে নদী ভাঙনের তীব্র রূপ নিলেও পানি উন্নয়ন বোর্ড নীরব ছিল, তারা কোনো পদক্ষেপ নেয়নি। অসময়ে শুষ্ক মৌসুমে নদী ভাঙ্গনে অর্ধশতাধিক ঘরবাড়ি, ১৫০ বিঘা আবাদি জমি বিলীন হয়ে গেছে।

এছাড়াও নদীর গর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে মসজিদ, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজারসহ অসংখ্য ঘরবাড়ি এবং আবাদি জমি। ভাঙনরোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি এলাকার সাধারণ মানুষের।

More News...

কেরানীগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়