কুড়িগ্রামে চলন্ত ট্রেনের সঙ্গে ট্রাক্টরের ধাক্কায় আহত-২
রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে চলন্ত ট্রেনের সঙ্গে ট্রাক্টরের ধাক্কায় চালক ও হেলপার সহ দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে রেল যোগাযোগ।
সোমবার (৫ মে) বেলা ১১টায় জেলা শহরের নাজিরা রেল ক্রসিংয়ে পার্বতীপুর থেকে রমনাগামী ট্রেনের সঙ্গে ওই ট্রাক্টরের ধাক্কা লাগে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা ১১টার দিকে ট্রেনটি কুড়িগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে চিলমারীর রমনা যাওয়ার পথে নাজিরা রেলক্রসিংয়ে আসলে পাথরবোঝাই একটি ট্রাক্টর রেলক্রসিং অতিক্রম করার চেষ্টা করলে এ দুর্ঘটনাটি ঘটে।
এ ঘটনায় ট্রাক্টরটি দুমরে-মুচড়ে যায় এবং এর চালক ও সহকারী আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে ট্রাক্টরটি সরিয়ে নিলে রেল চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়রা জানান দুর্ঘটনার সময় রেলক্রসিংটিতে কোনো গেট বা সিগন্যাল ছিল না।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের টিম লিডার নুরে আলম সিদ্দিকী বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ট্রাক্টরটি উদ্ধার করি। আহতদের কুড়িগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।’