কুড়িগ্রামে মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে নিহত-১

কুড়িগ্রামে মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে নিহত-১

কুড়িগ্রামে মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে নিহত-১

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী-খরিবারী সড়কে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইদুল ইসলাম (৫০) নামের এক অটোরাইস মিলের শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সাউদপাড়া এলাকায় ফুলবাড়ী-খরিবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম জেলার উলিপুর উপজেলার কাশেম বাজার এলাকার উমর আলীর ছেলে।

এলাকাবাসী জানান, সাইদুল ইসলাম ফুলবাড়ী জোবেদা অটো রাইস মিলের শ্রমিকের কাজ করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ শেষে নিজ বাড়িতে ফিরছিলেন এ সময়

উপজেলার ফুলবাড়ী-খরিবাড়ী সড়কের সাউদপাড়া এলাকায় একটি কাভার্ড ভ্যান অভারটেক করতে বিপরীত দিক থেকে আসা আর একটি মোটর সাইকেল সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে গিয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা স্হলে পুলিশ পাঠানো হয়েছে।

More News...

বিশ্বের ইতিহাসে কোন পতিত স্বৈরাচার পুনরুজ্জীবিত হয়নি, আওয়ামী লীগও হবে না : জমির উদ্দিন নাহিদ 

টঙ্গীতে মায়ের হাতে অবুঝ দুই শিশু ছেলে মেয়েকে বটি দিয়ে কুপিয়ে জবাই