কুড়িগ্রামে যুবকের রহস্যজনক মৃত্যু
রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে জমির রেজিস্ট্রি সংক্রান্ত বিরোধের জেরে আমানুর রহমান নামে এক যুবকের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ওই যুবকের পিতার দাবি হত্যা করা হয়েছে এবং স্ত্রী’র দাবি আত্মহত্যা করেছে। থানায় এমন পৃথক অভিযোগ দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেন রাজারহাট থানার এস আই রেজাউল হক।
অভিযোগে সূত্রে জানাযায়, জেলার রাজারহাট উপজেলার বোতলার পাড় ছাট মল্লিকবেগ গ্রামের মঞ্জিল হকের ছেলে আমানুর রহমান দেবিচরণ মণ্ডলের বাজার গ্রামের বাচ্চা বাইয়োর মেয়েকে বিয়ে করে শ্বশুর বাড়িতে বসবাস করতেন। আমানুর জমি কিনতে বায়না করেন। বায়নাকৃত ওই জমি ঈদের ছুটি শেষে রেজিস্ট্রি হওয়ার কথা চলছিল। এদিকে আমানের স্ত্রী আকলিমা আক্তার এবং শ্বশুর বাচ্চা বাইয়ো ওই জমি আকলিমার নামে রেজিস্ট্রি করে দিতে চাপ দেন। এতে অস্বীকৃতি জানালে বুধবার রাত ১টার দিকে আমানুরকে তারা নির্যাতন করেন। বেধড়ক মারধরে আমানুর অসুস্থ হলে জোর করে তার মুখে বিষ ঢেলে দেওয়া হয়। পরিস্থিতি খারাপ দেখে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার অবস্থার অবনতি দেখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বৃহস্পতিবার বিকেলে আমানের মৃত্যু হয়।
এদিকে আমানুরের শ্বশুর বাচ্চা বাইয়ো জানান, আমানুর জমি কিনতে বায়না করেন। জমির মালিক টাকা নিয়েও দলিল করে দিতে টালবাহানা করায় সে বিষ পানে আত্মহত্যা করেছে। এ ঘটনায় আমানুরের স্ত্রী আকলিমা জমির মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।এদিকে স্ত্রী আকলিমা আক্তার, শ্বশুর বাচ্চা বাইয়োসহ চারজনকে আসামি করে আমানুর রহমানের পিতা মঞ্জিল
হক রাজারহাট থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
রাজারহাট থানার এস আই রেজাউল হক বলেন, দু’পক্ষই অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।