নিজস্ব প্রতিবেদক: খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাধারণ শিক্ষার্থীদের ওপরে হামলার প্রতিবাদে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আবার বটতলায় এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’; ‘লীগ গেছে যে পথে, দল যাবে সেই পথে’; ‘টেম্পু না শিক্ষা, শিক্ষা শিক্ষা’; ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’; ‘সন্ত্রাসীদের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’; ‘চাঁদাবাজদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’; ‘সন্ত্রাস করে দুই দল, লীগ আর ছাত্রদল’; ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’; ‘চাঁদাবাজি না শিক্ষা, শিক্ষা শিক্ষা’; ‘ছাত্রদল হামলা করে, ইন্টিরিম কি করে’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে জাবি ক্যাম্পাস।
সরকার ও রাজনীতি বিভাগের ছাত্র নাহিদ হাসান ইমন বলেন, ‘দেশের কোনো একটি রাজনৈতিক দলকে মসনদে বসানোর জন্য দেশের জনগণ আন্দোলন বা গণঅভ্যুত্থান করেনি। আমরা কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানাচ্ছি। আমরা বিএনপি এবং ছাত্রদলকে অনুরোধ করছি, তারা যেন আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট না হয়। যদি তারা তেমন করে, তবে তাদেরও আওয়ামী লীগের মতোই পরিণতি হবে।’
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী তৌহিদ সিয়াম বলেন, ’আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই নতুন বাংলাদেশে শিক্ষার্থীদের ওপর হামলা করে কেউ পার পাবে না। আমরা ছাত্রদলকে বলে দিতে চাই, আপনারা জুলাইকে ভুলে যাবার চেষ্টা করবেন না। আপনারা জুলাইকে ধারণ করুন। আপনারাও আমাদের সাথে হাতে হাত, কাঁধে কাঁধ রেখে স্বৈরাচার পতনে ভূমিকা রেখেছেন। আপনারা এমন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেলে হাসিনার মতোই অবস্থা হবে আপনাদের।’
সমাবেশে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু বলেন, ‘আজকে কুয়েটে যখন আমার ভাইদেরকে হামলা করা হয়, তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। কুয়েটে সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একটি লোভী রাজনৈতিক দল দেশের মানুষকে নিয়ে বিভ্রান্তির রাজনীতি করছে। আমরা আপনাদের বলে দিতে চাই, সাত মাস আগে স্বৈরাচারকে হটাতে আমাদের বেশি সময় লাগেনি, আপনারা যদি এভাবে শিক্ষার্থীদের ওপর হামলা অব্যাহত রাখেন তাহলে আপনাদেরকেও ক্যাম্পাস থেকে বিতারিত করতে আমাদের সময় লাগবে না।’