কেরানীগঞ্জের আতঙ্ক হানিফ মেম্বার গ্রেপ্তারে মিষ্টি বিতরণ

কেরানীগঞ্জের আতঙ্ক হানিফ মেম্বার গ্রেপ্তারে মিষ্টি বিতরণ

কেরানীগঞ্জের আতঙ্ক হানিফ মেম্বার গ্রেপ্তারে মিষ্টি বিতরণ

স্টাফ রিপোর্টারঃ
খুনী হাসিনার আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধের পরবর্তী সময়ে হাসিনার পুত্র জয় আমেরিকার সিটিজেনশিপ নিতে ব্যস্ত, আবার জোকার প্রেসিডেন্ট আব্দুল হামিদ গোপনে পালিয়ে যাওয়া এবং আইভি-মমতাজ গ্রেপ্তার ঘটনায় জনমনে এক ধরনের স্বস্তি ফিরে আসতে শুরু করেছে। পাশাপাশি খুনী হাসিনার স্বৈরাচারী যুগে স্থানীয় আওয়ামী গুন্ডারা সাধারন মানুষের জীবনকে দুর্বিসহ করে তুলেছিলো। এসব আতংকিত ব্যক্তিদের কেউ কেউ গ্রেপ্তারের পরে মিষ্টি বিতরন করছে এলাকার লোকজন। তেমনই এক আতংক কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মেম্বার ও চিহ্নিত ভূমিদস্যু ফ্যাসিস্ট হাসিনা সরকারের আওয়ামী নেতা হানিফ মেম্বার। আওয়ামী লীগের দোসর হানিফ মেম্বারকে চাঁদাবাজি ভাঙচুর ও জমি দখলের মামলা গ্রেফতার দেখিয়ে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠান বিজ্ঞ আদালত।

সরেজমিনে গিয়ে জানা যায়, ৫ই মে আনুমানিক সকাল ৯ টার দিকে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের অধীনে আরশিনগর এলাকায় ফজলুল হকের বাড়ি ভাঙচুর, জমি দখলের চেষ্টা করে হানিফ মেম্বার সহ তার সন্ত্রাসীরা।
এ সময় ফজলুল হক ট্রিপল লাইনে ফোন করলে পুলিশ আসে, ফজলুল হকের ভাড়াটিয়াকে উদ্ধার করে মেডিকেলে ভর্তি করে, এবং পুলিশে তদন্ত শেষে ৬মে ২০২৫ তারিখ কেরানীগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়।

পুলিশের চোখ ফাঁকি দিয়ে হানিফ মেম্বার তার সহযোগীরা, আদালতের মাধ্যমে জামিন চায়। মাননীয় বিজ্ঞ আদালত দুই পক্ষের আইনজীবীর শুনানি শেষে, হানিম মেম্বারকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেষ দেন। এই খবর এলাকায় ছড়িয়ে পড়ায় কেরানীগঞ্জ সাক্তা ইউনিয়ন ও ১নং ওয়ার্ড এলাকাবাসী উৎসবে মেতে উঠেন, মিষ্টি বিতরণ করেন। এক নম্বর ওয়ার্ড এলাকায় খোঁজখবর নিয়ে জানা যায়, স্থানীয় প্রভাবশালীদের সঙ্গে তার সু-সম্পর্ক থাকায় তার বিরুদ্ধে কেউ কিছু বলতে সাহস পায় না। তার বিরুদ্ধে প্রতিবাদ করলে বালুরচর, মধ্যরচর, ওয়াসপুর মানুষের উপর নেমে আসে আমানসিক নির্যাতন। কেরানীগঞ্জে এখন মূর্তিমান আতঙ্ক হানিফ মেম্বার।

আহত লাইজু আক্তার বলেন, তার বিরুদ্ধে প্রতিবাদ করলে নির্যাতনের শিকার হতে হয়। প্রভাবশালী ও পুলিশ তার পক্ষে থাকায় যাকে ইচ্ছে তাকেই মারধর করেন। আমাকে অহেতুক মারধর করেছে। আমার স্বামী প্রতিবাদ করার কারণে তাকেও মারধর করেছে। তার এখন আতঙ্কে কেরানীগঞ্জের মানুষ। তিনি চরমোনাই হুজুরের মুরিদ ও ইসলামী আন্দোলনের কেরানীগঞ্জের নেতা হলেও তার আচার-আচারণ উল্টো।
এদিকে এলাকাবাসী অভিযোগ করেছেন, জোরপূর্বক জমি দখল, দোকান ঘর নির্মাণ, সাধারণ মানুষের উপর হামলা নিত্য দিনের সঙ্গী হানিফ মেম্বারের। স্থানীয় প্রভাবশালীদের সঙ্গে তার সু-সম্পর্ক থাকায় তার বিরুদ্ধে কেউ কিছু বলতে সাহস পায় না। তার বিরুদ্ধে প্রতিবাদ করলে বালুরচর, মধ্যরচর, ওয়াসপুর মানুষের উপর নেমে আসে আমানসিক নির্যাতন।

বালুরচর এলাকার বাসিন্দা সেকান্দার আলী বলেন, শুধু লাইজু নয়, হানিফ মেম্বার কারণ ছাড়াই যাকে ইচ্ছে তাকে মারধর করেন। তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না।
এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানা অফিসারদের ইনচার্জ আনোয়ার হোসেন ডাবলু জানান, ৫ই মে ২০২৫ তারিখে চাঁদাবাজি ভাঙচুর জমি দখলের মামলা তাকে গ্রেপ্তার হয়।

More News...

নরসিংদীর পলাশ উপজেলার ছাত্রদলের তিন নেতা গ্রেপ্তার।

মিথ্যা অপপ্রচার এর বিরুদ্ধে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ বিল্লাল সরকার।