কেরানীগঞ্জের হাসনাবাদ মানবকল্যাণ সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরন

কেরানীগঞ্জের হাসনাবাদ মানবকল্যাণ সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরন

কেরানীগঞ্জ প্রতিনিধিঃ
ঢাকার কেরানীগঞ্জ উপজেলাধীন হাসনাবাদ মানবকল্যাণ সংঘের উদ্যোগে পবিত্র মাহে রমজানের উপলক্ষে অসহায় দুস্থ্যদের মাধে ইফতার সামগ্রী বিবরণ বিতরণ করা হয়। প্রতিবছরের ধারাবাহিকতায় ১মার্চ-২০২৫, রোজ শনিবার সকাল ১০টায় হাসনাবাদ কামুচান শাহ মাজার সংলগ্ন সংস্থার কার্যালয়ে অন্তত ৬শতাধিক গরীব মানুষের তেল, ডাল, চিনি, খেজুর, ছোলা ইত্যাদি সামগ্রী বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন এনজিও ব্যুারোর সাবেক সচিব শামীম আক্তার, ব্রাহ্মণবাড়িয়া কলেজের সাবেক প্রফেসর আশরাফ উদ্দিন, হাসনাবাদ মানবকল্যাণ সংঘের সভাপতি কাজী মোহাম্মদ আসলাম, সহ-সভাপতি মজিবুর রহমান, সহ-সভাপতি আব্দুল মতিন, সহ-সভাপতি ফিরোজ আলম, সাধারণ সম্পাদক মারুফ আহমেদ মামুন, সহ-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান ফয়েজ, প্রচার সম্পাদক মোজাম্মেল হক ও অন্যান্য সাধারণ সদস্যবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতি কাজী মোহাম্মদ আসলাম বলেন, হাসনাবাদ মানবকল্যাণ সংঘ সব সময়ই অসহায় মানুষের পাশে দাড়ায়। সংস্থার সম্মানিত সদস্যরা নিজেদের সাধ্যমতো সহযোগিতা করে থাকেন। আমরা ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে চাই। এজন্য সবার সহযোগিতা কামনা করি।

More News...

পালিয়ে থেকে সম্পত্তি বেচতে ক্রেতা খুঁজছেন নসরুল হামিদ

ঋণের টাকা লুটের যত আয়োজন