নিজস্ব প্রতিবেদক: কেরানীগঞ্জে ইতালি প্রবাসীর বাড়ি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় একদল ভূমিদস্যুর বিরুদ্ধে। বাড়ি রক্ষায় দেশে ফিরলেও বর্তমানে তিনি পরিবারসহ চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানিয়েছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জিনজিরা ইউনিয়নের স্কুল রোড এলাকায় সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে ধরেন প্রবাসী লিটন হাওলাদার (৪৫)।
তিনি জানান, প্রায় ১৭ বছর ধরে ইতালিতে বসবাস করছেনচার বছর আগে মধ্যেরচর মৌজায় ৫ দশমিক ৭৫ শতাংশ জমি ক্রয় করে সেখানে ছয় কক্ষবিশিষ্ট একটি সেমিপাকা বাড়ি নির্মাণ করেন।
গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক অস্থিরতার সুযোগে স্থানীয় আলমগীর হোসেন, শাহীন মিয়া, এনামুল হক ও শাহাদাত হোসেনসহ কয়েকজন তার জমির মালিকানা দাবি করে বাড়ির সাইনবোর্ড ভেঙে ফেলে। এ ঘটনায় থানায় অভিযোগ ও আদালতে ১৪৫ ধারায় মামলা (পিটিশন নং-২১৯/২০২৫) দায়ের করা হয়, যার পরবর্তী শুনানি আগামী ১ অক্টোবর।
লিটনের দাবি, মামলার তোয়াক্কা না করে গত ৩১ আগস্ট সকালে আলমগীরের নেতৃত্বে ৩০-৩৫ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে ভাড়াটিয়াদের মারধর ও উচ্ছেদ করে। বাধা দিতে গেলে তার ছোট ভাই রফিকুলকেও মারধর করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে বাড়ি ভাঙচুর শুরু হয়।
তিনি সংবাদ সম্মেলনে বলেন, প্রবাসে থেকে কষ্টার্জিত টাকায় কেনা আমার বাড়ি আজ দখল হয়ে যাচ্ছে। দেশে ফিরে এসেও আমি হুমকির মুখে। প্রশাসনের কাছে অনুরোধ করছি, আমার বাড়ি দখলমুক্ত করে দিন।”
এ ঘটনায় এক ভাড়াটিয়া জানান, তারা তিন বছর ধরে ভাড়া থাকলেও গত ৩১ আগস্ট আলমগীরের নেতৃত্বে দলবল এসে মালপত্র ফেলে দিয়ে জোরপূর্বক উচ্ছেদ করে।
অভিযোগ অস্বীকার করে আলমগীর হোসেন বলেন, “প্রবাসী লিটন যে দাগে জমি কিনেছেন, আমিও সেই দাগে জমি কিনেছি। তার বাড়ি দখলের অভিযোগ মিথ্যা। আমার কাছে বৈধ কাগজপত্র রয়েছে।”
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু বলেন, প্রবাসীর জমি দখলের বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।