কেরানীগঞ্জে জমি দখলের অভিযোগে মানববন্ধন 

কেরানীগঞ্জে জমি দখলের অভিযোগে মানববন্ধন 

কেরানীগঞ্জ  (ঢাকা)  প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জমি দখলের অভিযোগে মানববন্ধন করেছে জমির ওয়ারিশ ও তারপরিবারের সদস্যরা।

শুক্রবার (১৪ মার্চ) সকালে কোন্ডা ইউনিয়ের আইন্তা এলাকায় এই মানববন্ধন করা হয়। এসময় বক্তারা অভিযোগ করেন, ৩ জনের জমির মালিক হয়ে মো. সেলিম জোরপূর্বক ১১ জনের জমি দখল করে রেখেছে। জমির বিষয়ে কথা বলতে গেলে হুমকি দিয়ে ভয়বীতি দেখান সেলিম ও তার লোকজন। ইউনিয়ন পরিষদের মাধ্যমে একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টায় ব্যর্থ হয়ে পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভূক্তভোগীর । আইনের মাধ্যমে দ্রুত জমি ফেরত পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করছেন সবাই ।

দেলোয়ার হোসেন নামে এক ভূক্তভোগী বলেন, আমার পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করছে সেলিম ও তার বাহিনীরা। আমাদের বিভিন্ন বাহিনীর দিয়ে ভয় ভীতি দেখাচ্ছে সেলিম। 

অভিযোগে বিষয়ে সেলিম মিয়ার সাথে যোগাযোগ চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি। 

এবিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

More News...

বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব শুধাংসু কুমার সাহার সাময়িক কর্মচ্যুতির আদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি

কালীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা।