কেরানীগঞ্জে ডাকাতির ঘটনায় মূলহোতাসহ গ্রেপ্তার ৫

কেরানীগঞ্জে ডাকাতির ঘটনায় মূলহোতাসহ গ্রেপ্তার ৫

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:  ঢাকার কেরানীগঞ্জে পাইকারি মুদি দোকানে সংঘটিত সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় জড়িত চক্রের মূল হোতাসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে ডাকাতিতে ব্যবহৃত সরঞ্জাম ও লুণ্ঠিত মালামাল।

বুধবার (২৩ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) মো. জাহাঙ্গীর আলম।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ২০ জুলাই গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের দড়িগাঁও বটতলী বাজার এলাকার একটি মুদি দোকানে সংঘবদ্ধ ডাকাত দল হানা দেয়। দোকান মালিক মো. কেরামত আলীর অভিযোগের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ডাকাতি মামলা রুজু হয়। অভিযানে তথ্য প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের সহায়তায় গাজীপুর ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নাছির উদ্দিন (৫০), মোতালেব প্রামানিক (৩৭), শাহ আলম প্রামানিক (২৯), রমজান আলী (৩০), হাবিব (২৮) তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি মোটরসাইকেল, লুণ্ঠিত টিভি, ল্যাপটপ ও বিভিন্ন যন্ত্রপাতি। এছাড়াও ডাকাতির কাজে ব্যবহৃত ড্রিল মেশিন, পাইপ রেঞ্চ, কোদাল, মাল্টিপ্লাগ, সেলাই রেঞ্চ ও ব্লেড জব্দ করা হয়েছে। চক্রের মূলহোতা শাহাবউদ্দিন ওরফে সাবু (৩২) বর্তমানে চাঁদপুর জেলার একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার রয়েছে। তার আশুলিয়ার বাসা থেকে উদ্ধার করা হয়েছে দুটি লুণ্ঠিত এলইডি টিভি।

অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, এটি একটি সুপরিকল্পিত সংঘবদ্ধ ডাকাতি ছিল। আমরা বিভিন্ন জেলার অপরাধীদের জড়িত থাকার প্রমাণ পেয়েছি। তদন্তে আরও নাম আসতে পারে। আসামিদের সবাই পেশাদার ডাকাত এবং তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি আরও জানান, এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত থাকলে, তাদেরও আইনের আওতায় আনা হবে।

এদিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ বলছে, তদন্ত চলমান রয়েছে। আদালতে রিমান্ডের আবেদন করা হবে এবং জিজ্ঞাসাবাদে আরও তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে।