কেরানীগঞ্জে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক কর্মশালা

কেরানীগঞ্জে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক কর্মশালা

আল-আমিন আলী: 

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ শ্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে নতুন বাংলাদেশ বিনির্মাণে ‘তারুণ্যের ভাবনায়, আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার (৮ ই জানুয়ারী) কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন ইউনিয়নে  এ কর্মশালাসমূহ অনুষ্ঠিত হয়।  

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণের সভাপতিত্বে উক্ত কর্মশালায় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় কর্মশালায় অংশগ্রহণকারীরা তরুণদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আশা ব্যক্ত করেন।

More News...

চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের উদ্যোগে স্মরণ সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত 

বিশ্বের ইতিহাসে কোন পতিত স্বৈরাচার পুনরুজ্জীবিত হয়নি, আওয়ামী লীগও হবে না : জমির উদ্দিন নাহিদ