কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির নেতৃত্বে এ মিছিলটি ঘাটারচর শহীদ রিয়াজ চত্বর থেকে শুরু হয়ে জয়নগর, আটি বাজার, পাঁচদোনা বামুনসুর ও খোলামোড়া হয়ে নড়ন্ডির মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন এবং স্বৈরাচার গণহত্যাকারী হাসিনার বিরুদ্ধে নানা স্লোগান দেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। তারা গণহত্যা ও দমন-পীড়ন চালিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। জনগণ এ অত্যাচারের উপযুক্ত জবাব দেবে এবং ন্যায়বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, যা দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে পারে। জনগণ এ ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেবে না। এ সময় আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালীউল্লাহ সেলিম, কেরানীগঞ্জ মডেল থানা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।