কেরানীগঞ্জে মশার উৎপাত চরমে, জনজীবন বিপর্যস্ত

কেরানীগঞ্জে মশার উৎপাত চরমে, জনজীবন বিপর্যস্ত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কাছের উপজেলা কেরানীগঞ্জে মশার উৎপাত চরম আকার ধারণ করেছে, ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা চরম ভোগান্তিতে পড়েছে। মশার কামড়ে শিশু-কিশোর, শিক্ষার্থী এবং কর্মজীবী মানুষ সবাই চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়দের অভিযোগ, বাজারে পাওয়া মশার কয়েল ও অন্যান্য প্রতিরোধকও কার্যকর হচ্ছে না। ছাত্র-ছাত্রীরা মশার কারণে পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না, যা তাদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, সন্ধ্যার পর ঘরের বাইরে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। দিনের বেলাতেও মশার উৎপাত বেড়ে গেছে, ফলে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। অনেকেই মশার কামড়ে নানা ধরনের চর্মরোগ ও অ্যালার্জিতে ভুগছেন।

বিশেষজ্ঞদের মতে, অপরিচ্ছন্ন পরিবেশ, জলাবদ্ধতা ও ড্রেনেজ ব্যবস্থার সমস্যার কারণে মশার বংশবিস্তার বেড়ে গেছে। এছাড়া, কেরানীগঞ্জের বেশ কিছু এলাকায় নির্মাণকাজের কারণে পানি জমে থাকায় মশার প্রজনন বৃদ্ধি পাচ্ছে।

এ অবস্থায় স্থানীয়রা মশা নিধনে সরকারি উদ্যোগের দাবি জানিয়েছেন। তারা উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন, যাতে দ্রুত কার্যকর মশক নিধন কার্যক্রম গ্রহণ করা হয়। অনেকেই অভিযোগ করেছেন, ফগিং ও মশার ওষুধ ছিটানোর কার্যক্রম পরিচালিত হয় না।

More News...

বিশ্বের ইতিহাসে কোন পতিত স্বৈরাচার পুনরুজ্জীবিত হয়নি, আওয়ামী লীগও হবে না : জমির উদ্দিন নাহিদ 

টঙ্গীতে মায়ের হাতে অবুঝ দুই শিশু ছেলে মেয়েকে বটি দিয়ে কুপিয়ে জবাই