স্টাফ রিপোর্টারঃ
ফ্যাসিস্ট খুনী হাসিনার ১৫ বছরে জয়-বাংলা শ্লোগান দিলেই পেয়ে যেতো অপকর্মের লাইসেন্স। গুম খুণ নির্যাতন, চুরি ডাকাতি লুটপাট ছিলো এই বাহিনীর প্রতিদিনের কাজ। রাষ্ট্রযন্ত্রের প্রতিটি দপ্তরই ছিলো এই বাহিনীর কব্জায়। প্রতিবাদ শব্দটাই তারা ভুলে গিয়েছিলো। টাকা হাতিয়ে নেয়াই ছিলো তাদের প্রধান টার্গেট। লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে খুনী হাসিনা পালিয়ে স্বামীর বাড়ী ইন্ডিয়া চলে গেছে। তবে রেখে গেছে জয়-বাংলা বাহিনী সামিউলদের। সামিউল ইসলাম, ঢাকা বিভাগীয় ভুমি অধিগ্রহন শাখার সার্ভেয়ার, জয়-বাংলা শ্লোগান দেয়ার সময় কাইত হয়ে পড়ে যেতো। এক ইঞ্চি জমির হিসাব মেলাতে হলে তার টেবিলে যেতে হবে। যে যত বেশী ঘুষ দিতো জমির মালিকানা তারই হতো। সামিউলে স্বাক্ষরেই সব কিছু পানির মতো মিলে যেতো। এতেই তিনি কোটিপতি। রাজধানীর আশে পাশে গড়ে তোলেন সম্পদের পাহাড়। এখন তিনি ৮ফ্ল্যাটের মালিক।
অনুসন্ধানে জানা গেছে, সার্ভেয়ার সামিউল ইসলামের নেত্রকোনা সদর বিডিআর ক্যাম্প পূর্বপার্শ্ব সংলগ্ন সাকুয়া গ্রামে। তিনি আব্দুর রশীদ ও নুরজাহান বেগমের সন্তান। তিনি ১মার্চ-২০০৫সালে সরকারী চাকুরীতে যোগদান করেন। তিনি বর্তমানে রাজধানীর কদমতলী এলাকার মাতুয়াইল নিউ টাউনের ১ নাম্বার রোডের বি-ব্লকে ৮৩/৮৪ নাম্বার ব্যাংঙ্কার্স টাওয়ারের ৫/এ নাম্বার ফ্ল্যাটে পরিবার পরিজন নিয়ে বসবাস করেন। ৫হাজার ২শ স্কয়ার ফিটের এই ফ্ল্যাটটির বর্তমান বাজার মুল্য সাড়ে ৫ থেকে ৬ কোটি টাকা। রাজধানীর তেজগাও পূর্ব নাখাল পাড়া ২৫৪/১/১ নাম্বার হোল্ডিংয়ের ভবনের ২য় তলায় ১টি ফ্ল্যাটের মালিক। রাজধানীর ডেমরা-মাতুয়াইল জোত নাম্বার ৮২/১৯৫ জমির পরিমান ২৭.২২ অজুতাংশে ১টি ফ্ল্যাট। ডেমরা-পাড়াডগাইর জোত নাম্বার ১৭৭/১৫৬ জমির পরিমান ৩০ অজুতাংশে ১টি ফ্ল্যাট। ডেমরা-মাতুয়াইল জোত নাম্বার ৮২/১৯৫ জমির পরিমান ২০ অজুতাংশে ১টি ফ্ল্যাট। স্ত্রী নুরুন্নাহার ভুইয়ার নামে ডেমরা-মাতুয়াইল জোত নাম্বার ১২২/১৯৯ জমির পরিমান ২৬ অজুতাংশে ১টি ফ্ল্যাট এবং ডেমরা-ডগাইর জোত নাম্বার ১৪২/১৯২ জমির পরিমান ৩৭ অজুতাংশে ১টি ফ্ল্যাট। এসব সম্পদের বর্তমান বাজার মূল্য ২৫ থেকে ৩০ কোটি টাকা। এছাড়া নেত্রকোনা সদরের সাখুয়া এলাকায় রয়েছে কোটি কোটি টাকার জমিজমা ও ব্যাংক ব্যালেন্স সহ অন্যান্য সম্পদ রয়েছে বলে বিশ্বস্ত সুত্র জানিয়েছে। যা পরবর্তী চলমান অনুসন্ধানে বেরিয়ে আসবে।
এব্যাপারে সার্ভেয়ার সামিউল বলেন,আমার সব সম্পদ ইনকাম ট্যাক্স ফাইলে দেখানো আছে। আপনে যেভাবে মন চায় নিউজ করেন কোন সমস্যা নাই।