খানবাড়ি টোল প্লাজা এলাকায় চাঁদাবাজির অভিযোগ,যাত্রী ভোগান্তি চরমে

খানবাড়ি টোল প্লাজা এলাকায় চাঁদাবাজির অভিযোগ,যাত্রী ভোগান্তি চরমে

খানবাড়ি টোল প্লাজা এলাকায় চাঁদাবাজির অভিযোগ,যাত্রী ভোগান্তি চরমে।

লৌহজং প্রতিনিধিঃ

সরেজমিনে তথ্য ও অনুসন্ধানে জানা যায়, পদ্মাসেতু উত্তর থানা খান বাড়ি এলাকায় ঘর মুখো যাত্রীদের যাতায়াত কে কেন্দ্র করে দুই গ্রুপের চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ফ্যাসিবাদী সরকারের আমলের যেসব লোকজন মালিক সমিতির দোহাই দিয়ে, বিভিন্ন কায়দায় চাঁদাবাজি করে আসছিল। সেই তারাই এখন একটি রাজনৈতিক দলের ছত্র ছায়ায় চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। এতে করে সাধারণ যাত্রীরা হচ্ছে ভোগান্তির শিকার। প্রথম তারা কিছুনামধারী পরিবহন শ্রমিক, পরিচয়ে যাত্রীদেরকে বাসে তুলে দেওয়ার নাম করে। বাস চালকদের নিকট হতে যাত্রী প্রতি ৫০টাকা হইতে ২০০ টাকা পর্যন্ত আদায় করছে। উক্ত বিষয়ে বাস ড্রাইভার ও কন্টাকটারদের সাথে যোগাযোগ করে জানাযায়। তাদের মালিক, সমিতি কর্তৃক এ ধরনের চাঁদাবাজির কোন অনুমতি দেওয়া হয়নি। ঈদের পরদিন হইতে আরও একটি গ্রুপ দক্ষিণ বঙ্গগামী যাত্রীদের চাপ বাড়ার সুবাদে কিছু গাড়ি পার্কিং করে। যাত্রীদের গাড়িতে উঠিয়ে দেওয়ার নাম করে, গাড়ি প্রতি এক হাজার টাকা করে৷ চাঁদা আদায় করছে। এই চাঁদাবাজির কারণে যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। পরিবহন শ্রমিক পরিচয় দিয়ে, যাত্রীদের ব্যাগ টানাটানি করছে। এতে করে নারী যাত্রীরা পড়ছে বিব্রতকর অবস্থায়। ভুক্তভোগী যাত্রীদের সাথে কথা বললে, তারা দ্রুত এর থেকে পরিত্রাণের জন্য, আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ কামনা করছে।

More News...

চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের উদ্যোগে স্মরণ সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত 

বিশ্বের ইতিহাসে কোন পতিত স্বৈরাচার পুনরুজ্জীবিত হয়নি, আওয়ামী লীগও হবে না : জমির উদ্দিন নাহিদ