খুলনায় ওয়ার্ড মহিলা দলের আহ্বায়ক কমিটি গঠন

খুলনায় ওয়ার্ড মহিলা দলের আহ্বায়ক কমিটি গঠন
 খুলনা সদর প্রতিনিধি: খুলনা মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের অন্তর্গত সদর থানা মহিলা দলের আওতাধীন ২৯ নম্বর ওয়ার্ডের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে নাজমুন নাহার শিখা-কে আহ্বায়ক এবং জামিলরা খাতুন-কে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সাজিদা আক্তার, শিল্পী বেগম, লাবনী বেগম, আফরোজা লিপি, জাহেরা খাতুন, মোসাম্মৎ মনোয়ারা, হাজেরা বিবি, শিফালী বেগম, মোসা: লিলিয়া আক্তার, আ. কুদ্দুসান হাসান, নাসিমা আক্তার , আনিকা তাসলিম, শাহনাজ খাতুন, নাজমিন, মোসা: লিলি আক্তার, লতিফুন্নেছা রিয়া, আলেয়া খাতুন, ফালিয়া বেগম, মুক্তি বিশ্বাস।
কমিটি অনুমোদন দেওয়ার সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর মহিলা দলের নেতৃবৃন্দ।থানা প্রেসিডেন্ট জাহিদা পারভীন, সাবেক কাউন্সিলর বনি, সভাপতি লিটু, দলীয় সূত্র জানায়, নতুন কমিটি গঠনের মাধ্যমে ২৯ নম্বর ওয়ার্ডে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে।
উল্লেখ্য, আওয়ামী লীগ এর খারাপ প্রভাব পুরো এলাকায় রয়েছে, নানা রকম দুর্নীতি ও টিসিবি  কার্ড বানিজ্য চলেছে , বিএনপি সদস্য গন বৈষম্যের শিকার হয়েছে। তাই সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে বিভিন্ন ওয়ার্ডে নতুন কমিটি গঠন অব্যাহত রয়েছে।

More News...

বিশ্বের ইতিহাসে কোন পতিত স্বৈরাচার পুনরুজ্জীবিত হয়নি, আওয়ামী লীগও হবে না : জমির উদ্দিন নাহিদ 

টঙ্গীতে মায়ের হাতে অবুঝ দুই শিশু ছেলে মেয়েকে বটি দিয়ে কুপিয়ে জবাই