খুলনায় তিন মাসের অন্তঃস্বত্তা নারীকে ধর্ষণ

খুলনায় তিন মাসের অন্তঃস্বত্তা নারীকে ধর্ষণ

খুলনা সদর প্রতিনিধি:  খুলনায় তিন মাসের অন্তঃস্বত্তা নারীকে ধর্ষণ করেছে এক দুর্বৃত্ত। সোমবার গভীর রাতে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের চক্রাখালী গ্রামের আসাবুর নগর এলাকায় ঘটনাটি ঘটে। বর্তমানে ধর্ষণের শিকার ওই নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার পর ধর্ষক পলাতক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, রাতে চক্রাখালী গ্রামের আসাবুর নগরে তিন মাসের অন্তঃস্বত্তা স্ত্রীকে বাসায় একা রেখে স্থানীয় একটি খালে মাছ ধরতে যান তার স্বামী। একা থাকার সুযোগ পেয়ে স্থানীয় ইমরান সোমবার রাত ৩ টার দিকে বাড়িতে প্রবেশ করে ওই নারীকে ধর্ষণ করে পালিয়ে যায়। সকালে মাছ ধরা শেষে বাড়িতে ফিরে এলে ভিকটিম তার স্বামীকে ঘটনাটি জানায়। ঘটনাটি জেনে ওই নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

পরবর্তীতে এ ঘটনায় বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন ভিকটিমের স্বামী, যার নং ৫। ঘটনার পর থেকে দুর্বৃত্ত ইমরানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভিকটিমের স্বামী ও ইমরান একই সাথে মাছ ধরতেন বলে তিনি এ প্রতিবেদককে আরও জানান।

More News...

চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের উদ্যোগে স্মরণ সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত 

বিশ্বের ইতিহাসে কোন পতিত স্বৈরাচার পুনরুজ্জীবিত হয়নি, আওয়ামী লীগও হবে না : জমির উদ্দিন নাহিদ