খুলনা সদর প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলায় কোস্ট গার্ড ও বন বিভাগের যৌথ অভিযানে ৬২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ঘড়িলাল এলাকার কপোতাক্ষ নদ থেকে এসব মাংস উদ্ধার করা হয়। অভিযানে একটি নৌকাও জব্দ করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, ভোরের আলো ফোটার আগেই তারা কপোতাক্ষ নদ ধরে টহল দিচ্ছিলেন। এ সময় ঘড়িলাল গ্রামের কাছে একটি নৌকা দেখতে পান, যেখানে দুজন ব্যক্তি বসে বইঠা বাইছিল। তাদের ট্রলারটি নৌকার কাছে পৌঁছানোর আগেই দুইজন নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে নৌকাটি তল্লাশি করে বরফে রাখা অবস্থায় ৬২ কেজি হরিণের মাংস পাওয়া যায়।
তিনি আরও জানান, বন আইনে এ ঘটনায় মামলা দায়ের করা হবে এবং আদালতের নির্দেশে উদ্ধারকৃত হরিণের মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হবে।
উল্লেখ্য, সুন্দরবন সংলগ্ন এলাকায় হরিণ শিকার ও মাংস পাচারের ঘটনা নতুন নয়। তবে প্রশাসনের কঠোর নজরদারির কারণে সাম্প্রতিক সময়ে এমন অপরাধ দমনে সফলতা আসবে